Ukraine War: বন্দি অথবা হত্যা, ইউক্রেন প্রেসিডেন্টের পরিণতি কী?

হত্যা নাকি জেল? সবকিছু নির্ভর করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের উপরেই। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ সূত্র বলছে আপাতত জেলেই পাঠানো হবে ইউক্রেনের প্রেসিডেন্টকে। দেশটির রাজধানী শহর কিয়েভের পতন ঘোষণা হতে যা বাকি। (Ukraine War)

Advertisements

ইতিমধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করতে শুরু করেছে রাশিয়ার বাহিনী। ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রক বলেছে একথা। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, কিয়েভে রুশ ঘাতকদের টার্গেটের তালিকায় তিনি এক নম্বরে আছেন। ঘাতকরা তাকে ও তার পরিবারকে খুঁজছে।

   

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেন,  ইউক্রেনীয় নাগরিকদের আটক অথবা হত্যার একটি হিট লিস্ট তৈরি করছে রাশিয়া। 

Advertisements

সর্বশেষ ভাষণে জেলেনস্কি বলেন,অনেক ভূয়ো তথ্য এবং গুজব এখন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি হলো আমি কিয়েভ ছেড়ে পালিয়েছি। আমি কিয়েভে থাকব, আমি আমার জনগণের সঙ্গে থাকব।আমার পরিবার বিশ্বাসঘাতক নয়, কিন্তু ইউক্রেনের নাগরিক।

প্রশ্ন উঠছে, রাশিয়ার হাতে বন্দি হতে চলা ইউক্রেনের প্রেসিডেন্টের পরিণতি কী হবে?  ইউক্রেনের রুশপন্থী গোষ্ঠীদের যুক্তি প্রেসিডেন্ট পদ থেকে জেলেনেস্কিকে সরিয়ে দেওয়ার পর তাদের হাতে তুলে দেওয়া হোক। তবে রাশিয়া সরকার এ বিষয়ে কিছুই বলেনি।