নেই পানীয় জল-রাস্তা, মীরাবাইয়ের গ্রামে আজও হয়নি প্রতিশ্রুতি পালন

২০২১ সালে টোকিও অলিম্পিক থেকে রুপোর পদক জয় করে নিয়ে এসেছেন ভারোত্তোলক মীরাবাঈ চানু। মীরা আদতে মণিপুরের নংপক কাকচিং গ্রামের বাসিন্দা। ইম্ফল শহর থেকে মাত্র…

২০২১ সালে টোকিও অলিম্পিক থেকে রুপোর পদক জয় করে নিয়ে এসেছেন ভারোত্তোলক মীরাবাঈ চানু। মীরা আদতে মণিপুরের নংপক কাকচিং গ্রামের বাসিন্দা। ইম্ফল শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই পাহাড়ি গ্রাম। কিন্তু এই পাহাড়ি গ্রামে পৌঁছতে হলে পায়ে হেঁটে পথ চলাই একমাত্র ভরসা। এমনকী ওই গ্রামের সর্বত্র পৌঁছয়নি বিশুদ্ধ পানীয় জল ও বিদ্যুৎ।

এরই মধ্যে আর দুদিন পরেই মণিপুর বিধানসভার প্রথম দফার নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন দলের প্রার্থীরা জোরদার প্রচার চালাচ্ছেন। প্রতিশ্রুতি দিচ্ছেন। মীরার গ্রামের বাসিন্দাদের কাছে এই সমস্ত ও রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি প্রহসন ছাড়া কিছুই নয়। গ্রামবাসীরা জানিয়েছেন, গত বছর জুলাই মাসে মীরা অলিম্পিকে পদক নিয়ে ফেরার পর নেতারা কত প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেগুলি পূরণ হলে আজ এই গ্রামের চেহারাটাই বদলে যেত।

মীরার মা সাইখম টম্বি বলেছেন, তাঁদের গ্রামে এখনও বিশুদ্ধ পানীয় জল নেই। তাই প্রতিমাসে তাঁকে এক হাজার টাকা দিয়ে জল কিনতে হয়। গ্রামের রাস্তাঘাট বর্ষার সময় এতটাই করুণ হয়ে পড়ে যে, কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় না। গ্রামের বহু বাড়িতে আজও বিদ্যুৎ পৌঁছায়নি। এসব অভিযোগ তাঁরা প্রশাসনকে একাধিকবার জানিয়েছেন। তাই তিনি ঠিক করেছেন যে দল তাঁদের গ্রামের এইসব সমস্যা মিটিয়ে দেবে আগামী দিনে তিনি সেই দলকেই ভোট দেবেন।

চানুর গ্রামের এক ক্লাবের সভাপতি মায়াংগ্লামবাম কেনেডি বলেছেন, ২০২১-এর অগাস্টে মীরা দেশে ফেরার পর অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলা হয়েছিল ও রাস্তা তৈরি করে দেওয়া হবে কিন্তু সেই রাস্তা মাত্র ১৫ শতাংশ কাজ হয়ে বন্ধ হয়ে গিয়েছে আজও গ্রামের প্রতিটি বাড়িতে নেই পানীয় জল ও বিদ্যুৎ। সরকার বলেছিল গ্রামে মীরার নামে একটি জিমনেশিয়াম করে দেবে কিন্তু সে প্রতিশ্রুতি পূরণ হয়নি’ আর গ্রামের শিক্ষাদীক্ষায় কতটা খারাপ তা বলে বোঝানো যাবে না। গ্রামের একটিমাত্র স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়া যায়। তাও সেখানে শিক্ষক বা পরিকাঠামো কিছুই নেই।

উল্লেখ্য, নংপক কাকচিং গ্রামে ৮৫ টি পরিবারের প্রায় ৪০০ ভোটার আছেন। এই গ্রামটি লামলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। প্রথম দফায় ২৮ ফেব্রুয়ারি এখানে ভোট গ্রহণ করা হবে এখন দেখার মীরাবাই চানুর গ্রামের ভোটাররা ওই দিন বুথমুখো হন কিনা!