ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলের পর রাশিয়ার সেনা এবার দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে ইউঝনুকরাইস্ক দখলে যাচ্ছে। এর অবস্থান ইউক্রেনের (Ukraine War) দক্ষিণে মাইকোলাইভ ওব্লাস্টে।
সিএনএন ও আল জাজিরা জানাচ্ছে, রুশ সেনা এই পারমাণবিক কেন্দ্রটির মাত্র ২০ মাইল দূরে আছে। সামান্য ভুলচুকেও ঘটে যেতে পারে চেরনোবিলের মতো মহাবিপর্যয়। এই আশঙ্কায় আন্তর্জাতিক মহল অতিদ্রুত মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্ত থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরে আসার আহ্বান জানাচ্ছেন বারবার।
বিবিসির খবর, শুক্রবার প্রথম পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ ও দখলের সময় যে সংঘাত সৃষ্টি হয়েছিল তাতে অল্পের জন্য মারাত্মক বিপর্যয় ঘটেনি।
সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইউক্রেন সীমান্তের দেশ রোমানিয়ার আকাশে যৌথ মহড়ায় অংশ নিয়েছে মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান। রোমানিয়া ও জার্মানির সঙ্গে এই মহড়া চলেছে। ন্যাটো সদস্যভুক্ত দেশগুলির মধ্যে উত্তরসীমান্তে আছে রোমানিয়া। এই দেশটির আকাশসীমায় রাশিয়া তাদের আধিপত্য বিস্তারের প্রচেষ্টা দেখিয়ে আসছিল।
ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্সেস ইন ইউরোপের কমান্ডার জেনারেল জেফ হ্যারিগিয়ান বলেছেন, এমন ধরনের মহড়ায় আমরা বুঝিয়ে দিতে পারবো যে ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতার ধারেকাছেও কেউ নেই।