Ukraine War: চারিদিকে পড়ে মৃতদেহ, ক্রামাতোরস্ক স্টেশনে রুশ মিসাইল হামলায় শিশুদেরও মৃত্যু

ইউক্রেনের ক্রামাতোরস্কের রেলস্টেশনে রুশ মিসাইল হামলায় (Ukraine War) নিহতের সংখ্যা বেড়ে হলো ৫০ জন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। স্থানীয় লোকজনকে সরিয়ে নিতে রেলস্টেশনটি ব্যবহার করা…

Ukraine war

short-samachar

ইউক্রেনের ক্রামাতোরস্কের রেলস্টেশনে রুশ মিসাইল হামলায় (Ukraine War) নিহতের সংখ্যা বেড়ে হলো ৫০ জন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। স্থানীয় লোকজনকে সরিয়ে নিতে রেলস্টেশনটি ব্যবহার করা হচ্ছিল, তখনই হামলা করে রাশিয়া বলে ইউক্রেন সরকার জানিয়েছে।

   

ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, এটি ‘ভয়াবহ’ হামলা। এই হামলার জন্য রাশিয়াকে অভিযুক্ত করা হলেও দেশটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, রেলস্টেশনে রাশিয়া হামলা চালিয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় স্টেশনটিতে অন্তত চার হাজার মানুষ ছিলেন। একটি রাশিয়ান রকেট স্টেশনে আঘাত করেছিল।

ইউক্রেনের রেলওয়ের প্রধান আলেকজান্ডার কামিশিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, দুটি রকেট স্টেশনে আঘাত হেনেছে। হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। হামলায় স্টেশনের পাশে রাখা চারটি গাড়ি বিধ্বস্ত হয়েছে।

বিবিসি বলছে, ইউক্রেনের একেবারে পূর্বাঞ্চলে এখনো চালু থাকা স্টেশনগুলোর একটি ক্রামাতোরস্ক স্টেশন। ডোনেৎস্কের গভর্নর বলেছেন, হামলার সময় হাজারো মানুষ সেখানে ছিলেন। ওই এলাকা থেকে সরে যেতে তাঁরা ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন।