Ukraine War: আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত

Indian judge at International Court of Justice Dalveer Bhandari

ইউক্রেনে অবিলম্বে (Ukraine War) সেনা অভিযান বন্ধ করার জন্য রাশিয়াকে পরামর্শ দিল আন্তর্জাতিক আদালত। এই সেনা অভিযান নিয়ে ভোটাভুটি হয় আন্তর্জাতিক আদালতে। সেখানে ১৩টি দেশের বিচারপতি রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছেন। রাশিয়ার পক্ষে ভোট দিয়েছেন একমাত্র চিন ও রাশিয়ার দুই বিচারপতি। রাশিয়ার বিরুদ্ধে যে সমস্ত বিচারপতি ভোট দিয়েছেন তাদের মধ্যে আছেন ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারী।

Advertisements

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে এর আগে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় এবং রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছে। কিন্তু দুই জায়গাতেই ভারত ভোটদানে বিরত ছিল। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, কূটনৈতিক স্তরে আলাপ-আলোচনা করেই উদ্ভূত সমস্যার সমাধান করা উচিত। ভারতের অবস্থান জানার পরেও আন্তর্জাতিক আদালতের বিচারপতি ভান্ডারীর রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ায় বিতর্ক প্রবল।

   

বুধবার রাশিয়া ও ইউক্রেনের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে শুনানি হয়। সেখানেই ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করে আদালত।

Advertisements

আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। রাশিয়ার উচিত, অবিলম্বে এই সামরিক অভিযান বন্ধ করা।

উল্লেখ্য, রাশিয়ার সামরিক অভিযান বন্ধ করার আর্জি জানিয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল ইউক্রেন। কিয়েভের আবেদনের ভিত্তিতে বুধবার আন্তর্জাতিক আদালতে এই মামলার শুনানি হয়। আদালতের রায় ঘোষণার পর ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আন্তর্জাতিক আদালতে আমাদের জয় হল। আন্তর্জাতিক আদালত খুব স্পষ্টভাবেই রাশিয়াকে সামরিক অভিযান বন্ধ করতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে নির্দেশ দিয়েছে। রাশিয়ার উচিত এই নির্দেশ মেনে নেওয়া। কিন্তু আন্তর্জাতিক আদালতের নির্দেশ উপেক্ষা করে রাশিয়া যদি সামরিক অভিযান চালিয়ে যায় তবে তারা গোটা বিশ্বেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে।