The Kashmir Files: উপনির্বাচন সামনে, মমতা বললেন ‘বিশ্বাস করবেন না এগুলো সব বানানো’

সদ্য মুক্তি পাওয়া দ্য কাশ্মীর ফাইলস কে (The Kashmir Files) সরাসরি নিষিদ্ধ করার পথে কেন যাচ্ছে না তৃণমূল কংগ্রেস সরকার, এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে…

সদ্য মুক্তি পাওয়া দ্য কাশ্মীর ফাইলস কে (The Kashmir Files) সরাসরি নিষিদ্ধ করার পথে কেন যাচ্ছে না তৃণমূল কংগ্রেস সরকার, এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে দলটির সংখ্যালঘু সেলের অন্দর থেকে। অভিযোগ, কাশ্মীরী পণ্ডিতদের গণহত্যার যে ঘটনা এই ছবিতে আছে তা বিজেপি রাজনৈতিক কারণে আরও ছড়াচ্ছে।

চাপের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করেই ছবি নিয়ে সরব হলেন। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দপফতরের বাজেটে তিনি বলেন, ‘কেউ সিনেমা দেখতে যাবেন না। ভাইরাল ভিডিয়োও দেখবেন না। সিনেমা যা দেখায় তা কখনওই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনও দিন সত্যি হবে না।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘ওদের অনেক টাকা। তাই খরচা করে এসব বানায়। দেখবেন না। বিশ্বাসও করবেন না।’

দ্য কাশ্মীর ফাইলস ছবি দেখার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে কর মকুব ও কিছু ক্ষেত্রে ছুটি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ থেকে এসেছে প্রশংসা। এমনকি ছবি চলাকালীন বিভিন্ন সিনেমা হলের ভিতর বিজেপি সমর্থকরা দলীয় স্লোগান দিয়েছেন।

কাশ্মীর ফাইলস ঘিরে বিতর্ক প্রবল। অভিযোগ, কাশ্মীরের পণ্ডিতদের বিতাড়ন ও গণহত্যার উপর ভিত্তি করা এই ছবি দেখিয়ে ধর্মীয় বিভাজন ছড়ানো হচ্ছে। যুক্তিবাগীদের দাবি, কেন কাশ্মীরের সৌহার্দ্যমূলক বিভিন্ন ছবি মুক্তিতে কেন্দ্রের বিজেপি সরকার হয়রানি করেছে।

পশ্চিমবঙ্গে দ্য কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্ক বাড়ছে। খোদ তৃণমূল কংগ্রেসের অন্দরের একাংশের দাবি, এই ছবি রাজ্যে সংখ্যালঘুদের উপর ভয় ছড়াবে। টিএমসির সংখ্যালঘু নেতারা চাইছেন মমতা যেন কড়া পদক্ষেপ নেন। কারণ, সামনেই বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন।

চাপের মুখে টিএমসি নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন। তিনি দ্য কাশ্মীর ফাইলস না দেখার জন্য রাজ্যবাসীকে অনুরোধ করলেন।