Ukraine War: সত্যি বলতে ভয় নেই, রাশিয়ার সামনে বন্ধুরা ভীত, জানাল ইউক্রেন

ইউক্রেনকে ন্যাটোর সদস্য করতে সবাই ভয় পায়। এমনই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  এদিকে প্রবল রুশ হামলার মুখে পড়া ইউক্রেন একদম একলা হয়ে…

ইউক্রেনকে ন্যাটোর সদস্য করতে সবাই ভয় পায়। এমনই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  এদিকে প্রবল রুশ হামলার মুখে পড়া ইউক্রেন একদম একলা হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্সের মতো শক্তিধর বন্ধু দেশগুলি এখন আর পাশে নেই। এই প্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও বার্তায়  বলেন, অন্যান্য রাষ্ট্রগুলো ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে সমর্থন করতে ‘ভয়’ পেয়েছিল।(Ukraine War)

আন্তর্জাতিক বিশ্লেষণকদের ধারণা, ইউক্রেন সরকার তাদের বন্ধু দেশগুলিতে ঘুরিয়ে ভীতু বলে চিহ্নিত করেছেন।

ইউক্রেনের দুটি রুশভাষী অধ্যুষিত রাজ্যকে স্বাধীন তকমা দিয়ে পুরো ইউক্রেনেই সেনা অভিযান শুরু করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির খবর, প্রাথমিক কিছু বাধা দেয় ইউক্রেন। কিন্তু রুশ সেনা ক্রমশ রাজধানী শহর কিয়েভ দখল করতে এগিয়ে আসছে। রুশ প্রেসিডেন্টের যুক্তি, ইউক্রেনে নব্য নাৎসিরা ক্ষমতায়। সেখানে নিরস্ত্রীকরণ করা হবে।

রুশ সেনার বিরুদ্ধে লড়াই করলেও ইউক্রেন ক্রমে কোণঠাসা। মার্কিন নেতৃত্বের ন্যাটো বাহিনী এখানে কিছু করবে না বলেই জানায়।  ইউক্রেনের প্রেসিডেন্ট হতাশ হয়ে পরে। ভিডিও বার্তায় প্রেসিডেন্ট  জেলেনস্কিকে বেশ অস্থির ও ক্লান্ত দেখাচ্ছিল। তিনি বলেন, ‘ন্যাটোতে ইউক্রেনের যোগদানের নিশ্চয়তা দিতে কে প্রস্তুত? সত্যি বলতে, সবাই ভয় পায়।’

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রাশিয়ার হামলার পর বৃহস্পতিবার ইউক্রেনের অন্তত ১৩৭ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৩১৬ জন। ইউক্রেনের ন্যাটোতে যোগদানে বিষয়ে বন্ধু দেশগুলোর সহায়তা পাননি উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আমি সবাইকে জিজ্ঞেস করেছি, তারা আমাদের সঙ্গে আছে কি না। তারা বলেছে, তারা আমাদের সঙ্গে আছে, কিন্তু আমাদের তাদের জোটে নিতে প্রস্তুত নয়।’

তিনি বলেন, বিশ্ব নেতাদের কেউ যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে রাজি নয়।বিদেশি নেতাদের সঙ্গে অনেকবার আমার কথা হয়েছে। তাদের অনেকে আশার বাণী শুনিয়েছিলেন। কিন্তু আমাদের দেশের আত্মরক্ষার বিষয়টি সামনে আসার পর সবাই আমাদের একা করে দিয়েছে। কে আমাদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত? সত্যি কথা বলতে, আমি কাউকে দেখছি না।