Ukraine War: একের পর এক বিস্ফোরণ, সামরিক শাসন জারি ইউক্রেনে

একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেন। রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে। রাজধানী কিয়েভের কাছ ভয়ানক এক বিস্ফোরণের খবর মিলেছে। বিস্ফোরণ হয়েছে ইউক্রেনের বন্দর মারিওপোলে। পরিস্থিতি…

একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেন। রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে। রাজধানী কিয়েভের কাছ ভয়ানক এক বিস্ফোরণের খবর মিলেছে। বিস্ফোরণ হয়েছে ইউক্রেনের বন্দর মারিওপোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইউক্রেনে জারি হয়েছে সামরিক শাসন।

রাশিয়া ইউক্রেনে তার সামরিক অভিযান শুরু করার পরই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। বিমানবন্দরগুলি নাগরিকদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজনে যাতে ব্যবহার করা যায়, তার জন্য খালি করা হয়েছে কিয়েভ বিমানবন্দর। ওডেসায় নেমেছে রাশিয়ান সেনা। রাষ্ট্রসংঘকে ইউক্রেন অনুরোধ করেছিল যুদ্ধ থেকে বিরত থাকতে যেন রাশিয়ার সঙ্গে কথা বলা হয়। কিন্তু রাশিয়ার তরফে যুদ্ধ ঘোষণা করা হয়। ইউক্রেনের একাধিক জায়গায় বিস্ফোরণ হয়। কিয়েভ এবং বেলগোর্ড অঞ্চল থেকে মিলেছে বিস্ফোরণের খবর।

   

ইউক্রেন সীমান্তবর্তী বিমানবন্দরগুলি কমার্শিয়াল ফ্লাইটের জন্য নিষিদ্ধ করেছে রাশিয়াও। অনুমান সেখান থেকে এবার ছাড়া হবে সামরিক বিমান। ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে, বিভিন্ন দিক থেকে হামলা চালাচ্ছে রাশিয়া। তবে ইউক্রেনের সেনা প্রস্তুত রয়েছে। রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনের সেনা যথেষ্ট। হামলার পর ইউক্রেনে বাজছে সাইরেন। ইউরোপের কোনও দেশ বা আমেরিকা এখনও সামরিক শক্তি পাঠায়নি ইউক্রেনে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে ‘কঠোর নিষেধাজ্ঞার’ হুমকি দিয়েছেন G7 সামিটে।