Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে একজোট হোক ইউরোপ, আহবান বাইডেনের

ইউক্রেন যুদ্ধের (Ukraine War) মাঝে পোল্যান্ড গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার বিরুদ্ধে পুরো ইউরোপকে জোট বা়ঁধতে বলেছেন। রাশিয়াকে মোকাবিলায় বিশ্বকে এক হওয়ার ডাক দিতে…

Biden against Russia

ইউক্রেন যুদ্ধের (Ukraine War) মাঝে পোল্যান্ড গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার বিরুদ্ধে পুরো ইউরোপকে জোট বা়ঁধতে বলেছেন। রাশিয়াকে মোকাবিলায় বিশ্বকে এক হওয়ার ডাক দিতে চলেছেন তিনি।

Advertisements

শনিবার জো বাইডেন ওয়ারশ’তে পোলিশ ও ইউক্রেনের নেতাদের সঙ্গে বৈঠক করেন৷ বাইডেন বলেন, রাশিয়া যদি সীমান্ত পেরিয়ে ন্যাটো সদস্য পোল্যান্ডে হামলা চালায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিরোধ করবে।

বিজ্ঞাপন

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই ডুডাকে মার্কিন প্রেসিডেন্ট বলেন ‘আপনার স্বাধীনতা মানে আমাদের স্বাধীনতা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক থেকে বলা হয়েছে অভিযানের প্রথম ধাপ প্রায় শেষের পথে৷ তারা এখন রুশপন্থী ডনবাস অঞ্চলে মনযোগ দেবে।

সামরিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন এর মধ্য দিয়ে রাশিয়া মূলত ইউক্রেনের যুদ্ধে হতাশ। রুশ বাহিনী ইউক্রেনের বড় শহরগুলোর বেশিরভাগই পুরোপুরি দখল করতে পারেনি৷ তবে বোমা বর্ষণের কারণে বিভিন্ন শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে প্রায় সাড়ে চার কোটি মানুষ বাস্তুহারা হয়েছেন৷

আর ব্রিটেনের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভ থেকে রুশ বাহিনী ৩৫ কিলোমিটার দূরে সরে গেছে৷ খেরসন শহর আবারও ইউক্রেনীয় বাহিনীর দখলে এসেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর কার্যালয় পেন্টাগন৷