IPL 2022: আইপিএলের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল কলকাতা

সিএসকে (Chennai Super Kings) বড় টার্গেট দিতে না পারায়, সহজেই আইপিএলের প্রথম ম্যাচ জিতে নিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ‌ মাত্র ১৩২ রানের টার্গেট নিয়ে…

KKR beat Chennai Super Kings

সিএসকে (Chennai Super Kings) বড় টার্গেট দিতে না পারায়, সহজেই আইপিএলের প্রথম ম্যাচ জিতে নিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ‌ মাত্র ১৩২ রানের টার্গেট নিয়ে এদিন ব্যাটে নামে নাইটরা।‌

শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে রান এগিয়ে নিয়ে যান অজিঙ্কা রাহানে ও ভেঙ্কটেশ আইয়ার।‌ তাঁদের ব্যাটে ভর করেই ম্যাচ জয় প্রায় নিশ্চিত করে ফেলে নাইটরা। রাহানে একাই করেন ৪৪ রান। এরপর ব্যাটে নেমে নীতীশ রানা করেন ২১ রান।‌ আর এরপর ম্যাচ জেতানোর কাজটা শেষ করলেন শ্রেয়স আইয়ার ও স্যাম বিলিংস। ২২ বলে ২৫ রান করে ফিরে যান স্যাম বিলিংস। ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিল কেকেআর।

এদিন ওয়াংখেড়েতে ব্যাটে নেমে আগুন ঝরালেন মাহি।  এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় নাইটরা। ‌ শুরু থেকেই বল হাতে দাপট দেখাতে শুরু করেন কলকাতার বোলাররা।‌ প্রথম ওভারের শুরুতেই শূন্য রানে ফিরে যান ঋতুরাজ গায়কোয়াড়। ‌ এরপর দ্রুত ফিরে যান ডেভন কনওয়ে।‌ এরপর রবিন উথাপ্পা ও আম্বাতি রাইডু কিছুটা লড়াই করার চেষ্টা করলেও বেশি সময় উইকেট ধরে রাখতে পারেননি। ফলে অল্প রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সিএসকে। ‌‌

দলকে বাঁচাতে বড় ভূমিকা নিলেন ধোনি ও অধিনায়ক জাদেজা। একের পর এক চার হাঁকাতে থাকেন ধোনি।‌ ইনিংসের শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন প্রাক্তন ও বর্তমান অধিনায়ক। নিজের অর্ধশতরান করে অপরাজিত থেকে যান মাহি। ‌ তাদের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৩১ রান তোলে সিএসকে। গতবছর দল চ্যাম্পিয়ন হলেও, আইপিএলটা ভালো যায়নি ধোনির। তবে এ বছর আইপিএলের বোধনেই নাইটদের বিরুদ্ধে জ্বলে উঠল ধোনির বিধ্বংসী ব্যাট।‌