Ukraine War: রাষ্ট্রসংঘ মহাসচিবের সফরেই রুশ মিসাইল হামলা, মুখ ঢাকলেন গুতেরেস

ইউক্রেন সফরের মাঝে রাষ্ট্রসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস দেখলেন ভয়াবহ হামলা। তাঁর উপস্থিতিতেই রুশ মিসাইল আছড়ে পড়ল। এই ঘটনার পর গুতেরেস বলেছেন, খুব স্পষ্ট করে বললে …

Ukraine War: রাষ্ট্রসংঘ মহাসচিবের সফরেই রুশ মিসাইল হামলা, মুখ ঢাকলেন গুতেরেস

ইউক্রেন সফরের মাঝে রাষ্ট্রসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস দেখলেন ভয়াবহ হামলা। তাঁর উপস্থিতিতেই রুশ মিসাইল আছড়ে পড়ল। এই ঘটনার পর গুতেরেস বলেছেন, খুব স্পষ্ট করে বললে  রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধ (Ukraine War) ঠেকাতে ও শেষ করতে যা করা দরকার ছিল, তা করতে ব্যর্থ হয়েছে। এরপরেই তিনি মুখ ঢেকে নেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের আগে রাশিয়া সফর করেন গুতেরেস। রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ থামানোর আবেদন করেন। তবে পুতিন জানান,যদি ইউক্রেন সব শর্ত মেনে নেয় তবেই বন্ধ হবে। পরে গুকেরেস মস্কো ত্যাগ করতেই রাশিয়ার তরফে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলিকে অযথা ইউক্রেন সংকটে ঢুকতে নিষেধ করা হয়।

এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেস ইউক্রেনের রাজধানী কিয়েভে সফরের মধ্যেই ওই শহরে রকেট হামলা চালায় রাশিয়া।   গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের উপর রুশ আক্রমণ শুরু হলে নিরাপত্তা পরিষদ তার ব্যর্থতার জন্য ইউক্রেন সরকারসহ বিভিন্ন দেশের সমালোচনার মুখে পড়েছে।

Advertisements

আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন। গুতেরেসের বক্তব্যের আগে নিরাপত্তা পরিষদের সমালোচনা করেন জেলেনস্কি।রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, আমি এখানে ইউক্রেনের জনগণকে বলতে এসেছি যে, আমরা হাল ছাড়ব না।