BJP: অমিত শাহর সামনেই বঙ্গ বিজেপিতে গদাযুদ্ধের আশঙ্কা, শুভেন্দু-সুকান্ত দূরত্ব বাড়ছে

একের পর এক জেলায় আইন অমান্য কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রাজ্য বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কখনও তাঁর পাশে দিলীপ ঘোষ (Dilip Ghosh),…

Aahed of Amit shah's visit WB bjp separated sukanta and sevendu groups

একের পর এক জেলায় আইন অমান্য কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রাজ্য বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কখনও তাঁর পাশে দিলীপ ঘোষ (Dilip Ghosh), আবার কখনও তাঁর পাশে লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। দুটি গুঞ্জন যদিও এরাও ততটা খুশি নন সুকান্তবাবুকে নিয়ে। কিন্তু শুক্রবারের কর্মসূচি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অন্দরেই।

শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার৷ সেখানে সাংগঠনিক বৈঠক এবং প্রতিবাদ কর্মসূচি সারবেন তিনি। একই দিনে ময়নাগুড়িতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উপস্থিত হচ্ছে বিজেপির পরিষদীয় দল৷ কেন সুকান্তকে এড়িয়ে নিজের বিধানসভার কর্মসূচিতে থাকছেন না শুভেন্দু! বিজেপির অন্দরে শুভেন্দু-সুকান্ততেও চওড়া ফাটল? এমনই প্রশ্ন রাজনৈতিক মহলের৷

সাম্প্রতিককালে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। কারণ, বিজেপির নতুন এবং তৎকাল নেতাদের সঙ্গে পুরাতনের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তবুও শাক দিয়ে মাছ ঢাকার মতো দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে মিছিল করে ঐক্যের বার্তা দিতে চাইছেন রাজ্য নেতারা। মূলত অমিত শাহর বঙ্গ সফরের আগে বিজেপির কর্মসূচি দেখে হতবাক হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এরই মধ্যে বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রে রাজ্য সভাপতির কর্মসূচি৷ সেখানে বিরোধী দলনেতা উপস্থিত না থাকায় দলের ইমেজ নষ্ট হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।