Ukraine: রুশ হামলার আশঙ্কায় দূতাবাস ছাড়়ছে মার্কিন কূটনীতিকরা

রাশিয়ার মতিগতি ভালো দেখছেন না মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন থেকে কূটনীতিক ও দূতাবাস কর্মীদের সরানো শুরু হলো। সংবাদ সংস্থা AFP জানাচ্ছে, ইউক্রেন (Ukraine)জুড়ে আতঙ্ক ছড়াতে শুরু…

Breaking News kolkata24x7

রাশিয়ার মতিগতি ভালো দেখছেন না মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন থেকে কূটনীতিক ও দূতাবাস কর্মীদের সরানো শুরু হলো। সংবাদ সংস্থা AFP জানাচ্ছে, ইউক্রেন (Ukraine)জুড়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। রুশ সেনা হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের সরানোর কাজ শুরু হয়েছে।

সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ইউক্রেন সোভিয়েত বিলুপ্ত হতেই স্বাধীন দেশ হয়। এর পর থেকে রাশিয়ার সঙ্গে সীমান্ত বিবাদ চলছে। সেই জের ধরে ফের ইউক্রেন সীমান্তে যুদ্ধের আশঙ্কা। তবে ইউক্রেনের সেনা রুশ হামলা রুখতে অবস্থান নিচ্ছে।

এর আগে দূতাবাস খালি করে দেওয়ার নির্দেশ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ইউএস স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকার নাগরিকদের উদ্দেশ্যে নির্দেশ মার্কিন দূতাবাস, কিয়েভ, রাশিয়া থেকে অবিলম্বে ফিরে আসার চেষ্টা করুন। রাশিয়ার সেনা আগ্রাসান ক্রমে ভয়ের পরিবেশ তৈরি করেছে।রাশিয়া অধিকৃত ক্রিমিয়া, ইউক্রেনের পূর্ব অংশ (রাশিয়ার দখলে) চিন্তার কারণ। সেখানকার নিরাপত্তা ভেঙে পড়তে পারে যে কোনো মুহূর্তে। আরও খারাপ হতে পারে পরিস্থিতি।’