Ukraine Conflict : পুতিনকে হুঁশিয়ারি দিয়ে হাওয়া গরম করলেন বাইডেন

Ukraine Conflict

দুরত্ব বাড়ছে রাশিয়া এবং আমেরিকার (Ukraine Conflict)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  (Joe Biden) সরাসরি বলেই দিলেন প্রয়োজনে রাশিয়ার  (Russia) ওপর হামলার কথা।

জো বাইডেন বলেছেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে রাশিয়াকেও দাম চোকাতে হবে। ইউক্রেনের ওপর হামলা হলে রাশিয়ায় প্রলয় নেমে আসতে পারে৷ আমাদের মিত্ররা রাশিয়ার অর্থনীতিকে প্যাঁচে ফেলতে প্রস্তুত।’

   

তিনি আরও জানিয়েছেন, ‘৬০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের যুদ্ধের সরঞ্জাম ইতিমধ্যে ইউক্রেনে পাঠানো হয়েছে। যদি সত্যি যুদ্ধ শুরু হয়, জীবনহানি হয়, তাহলে রাশিয়ানরাও জানেন না তাদের জন্য কী অপেক্ষা করে রয়েছে।’

রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেন সীমান্তের কাছে নিজেদের সেনা মোতায়েন করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে এই ছবি। তৈরি হয়েছে যুদ্ধের বাতাবরণ। সঙ্গে বাইডেনের হুমকি। ফলে চিন্তা আরও বাড়ছে।

আমেরিকা- রাশিয়া সংঘাতের মাঝেই গত ডিসেম্বরে কথা বলেছিলেন জো বাইডেন এবং ভ্লাদিমির পুতিন। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, ইউক্রেন কখনোই ন্যাটোতে যোগদান করবেনা এ বিষয়ে আমেরিকাকে ভরসা দিতে হবে। অন্য দিকে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা বেঁধে ফেলতে চাইছে রুশ সরকার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন