UP Election 2022 : বৌমার মতিগতি বুঝে আসরে নেমেছিলেন স্বয়ং মুলায়ম

সমাজবাদীদের ঘর ছেড়ে সোজা ভাজপা শিবিরে৷ উত্তর প্রদেশ নির্বাচনের আগে যাদব পরিবারে স্ট্রাইক৷ চলে গিয়েছেন মুলায়ম সিং যাদবের বৌমা। সরগরম রাজনীতি (UP Election 2022 )।…

UP Election 2022

সমাজবাদীদের ঘর ছেড়ে সোজা ভাজপা শিবিরে৷ উত্তর প্রদেশ নির্বাচনের আগে যাদব পরিবারে স্ট্রাইক৷ চলে গিয়েছেন মুলায়ম সিং যাদবের বৌমা। সরগরম রাজনীতি (UP Election 2022 )।

বৌমার পথ কি একবারও আটকাননি মুলায়ম? এই প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তর প্রদেশের আনাচে-কানাচে৷ প্রশ্ন রাখা হয়েছিল অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সামনেও। তিনি জানিয়েছেন যে অর্চনা যাদবকে (Archana Yadav) অনেক বুঝিয়েছিলেন মুলায়ম (Mulayam Singh Yadav)। অনেকবার বলেছিলেন ‘বিজেপতে যেও না’। কিন্তু অর্চনা শোনেননি সেই কথা। হাতে তুলে নিয়েছেন পদ্ম আঁকা গেরুয়া পতাকা (BJP)।

   

রাজনৈতিক মহলের একাংশের অনুমান, সমাজবাদী পার্টির পক্ষ থেকে নির্বাচনের টিকিট পাওয়া যাবে না ধরেই নিয়েই অর্চনার দল বদল। যদিও এই তত্বে শিলমোহর দিতে রাজি নন অখিলেশ। তাঁর মতে, অর্চনা টিকিট দেওয়া হবে না এমনটা হলফ করে বলার পরিস্থিতি এখনও নেই। সব টিকিট এখনও বিলি করা হয়নি। কিছু আসনে প্রার্থী নির্বাচন বাকি। অনেকের নামই বিবেচনায় রয়েছে।

এর আগে ২০১৭ সালে সমাজবাদী পার্টির হয়ে ভোটে লড়েছিলেন অর্চনা৷ লক্ষ্ণৌ ক্যান্টনমেন্ট থেকে দাঁড়িয়েছিলেন তিনি। হেরে গিয়েছিলেন বিপুল ভোটে৷ বিজেপি প্রার্থী তাঁকে পিছনে ফেলে দিয়েছিলেন ৩০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে। শোনা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি অর্চনাকে কাজে লাগাতে চাইছে ভোটের ময়দানে। লক্ষ্ণৌ ক্যান্টনমেন্ট থেকেই হয়তো আসন্ন নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ তবে বিজেপির হয়ে৷ অর্চনাকে স্বাগত জানিয়েছিলেন যোগী আদিত্যনাথ স্বয়ং৷ সামাজিক মাধ্যমে বলেছেন, ‘অর্চনা জি, আমাদের পরিবারে আপনাকে স্বাগত’।