UK: লকডাউনে মদ গিলে ফুর্তির বিতর্ক, আস্থাভোটে জয়ী বরিস জনসন

UK pm Boris Johnson wins confidence vote

লকডাউনে মদের পার্টি দিয়ে বিপত্তি, ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন (Boris Johnson) দেশের পার্লামেন্টে অনাস্থার মুখোমুখি হয়ে জিতলেন।নিজ দল কনজারভেটিভ পার্টির সাংসদের মধ্যে ক্ষোভ থাকলেও জনসন আস্থা ভোটে জয়ী হলেন।

Advertisements

আস্থা ভোটে হারলেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরতে হতো। এমনই আশঙ্কা নিয়ে সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে অনাস্থার মুখোমুখি হন।

করোনা মহামারিতে লকডাউন বিধি ভেঙে মদের পার্টি আয়োজন করেছিলেন জনসন। সেই সংবাদ প্রকাশ হতেই তীব্র বিতর্কে জড়ান। সেই পার্টিগেট কেলেঙ্কারির জেরেই দলের ভেতর নেতৃত্ব নিয়ে অনাস্থার ‍মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Advertisements

বিবিসি জানাচ্ছে,নিয়ম অনুযায়ী, ন্যূনতম ১৫ শতাংশ পার্লামেন্ট সদস্যকে আস্থা ভোট চাইতে হবে। এক্ষেত্রে আস্থা ভোট চেয়ে আবেদনকারীর সংখ্যা ১৫ শতাংশ (৫৪ জন) পেরিয়ে যায়। চাপের মুখে জনসন বারবার ক্ষমা চান। তবে তাঁকে আস্থা ভোটের মু়খোমুখি হতেই হয়। শেষমেশ তিনি জয়ী হলেন।