Twitter: নতুন মালিক, ঘুম উড়ল কর্মীদের, মাস্কের বড় অঙ্কের ঋণের চোকাতে কি বলিদান কর্মচারীদের

বর্তমানে সোশ্যাল মিডিয়া তথা বিশ্ব বাজারে সবথেকে চর্চিত নাম এলন মাস্ক। সম্প্রতি টুইটারের মালিকানা নিজের হাতে নিয়েছেন তিনি। গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পান ইলন…

বর্তমানে সোশ্যাল মিডিয়া তথা বিশ্ব বাজারে সবথেকে চর্চিত নাম এলন মাস্ক। সম্প্রতি টুইটারের মালিকানা নিজের হাতে নিয়েছেন তিনি। গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পান ইলন মাস্ক। সূত্র জানাচ্ছে, প্রায় ৪,৪০০ কোটি ডলারে এই সংস্থাটি কেনেন মাস্ক। মালিকানা হস্তান্তরের পর থেকেই টুইটারে নানা পরিবর্তনের কথা জানিয়েছেন মাস্ক। ‘ব্লু টিক’ সহ একাধিক পরিবর্তনের পরিকল্পনা রয়েছে তাঁর। একরকম টুইটারকে ঢেলে সাজাতে প্রস্তুত মাস্ক।

তবে মেঘ দানা বাঁধছে অন্য জায়গায়। টুটারের মালিকানা মাস্ক-এর হাতে আসতেই গুঞ্জন উঠে সংস্থার সিইও পরাগ অগ্রবালের চাকরি আর থকছে না। যদিও এখনও পর্যন্ত এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। তবে সংস্থার ভবিষ্যৎ এবং কর্মচারীদের চাকরির ক্ষেত্রে যে নানা জটিলতা সৃষ্টি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই টুইটারের কর্মচারীরা সিইও পরাগ অগ্রবালের সঙ্গে নিজেদের চাকরির ক্ষেত্রে কোনও জটিলতা আসতে পারে কি না, তা নিয়ে আলোচনা করেন বলে জানা গিয়েছে। পাশাপাশি টুইটার কিনতে ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের টাকা ঋণ নিয়েছেন মাস্ক। সূত্রের খবর প্রায় ২,৫৫০ কোটি ডলার ঋণ নিয়েছেন মাস্ক।

এত বড় অঙ্কের ঋণ শোধ করতে অবশেষে কর্মচারীদের উপরেরি ‘খাঁড়ার ঘা’ পড়ল। সূত্রের খবর, ঋণ শোধ করার জন্য কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছেন মাস্ক। তাঁর এই পরিকল্পনার কথা নিজেই জানিয়েছেন ইলন মাস্ক। পাশাপাশি, খরচ কমানোর উপরও জোর দিচ্ছেন তিনি। যার ফলস্বরূপ সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে বলে জানা গিয়েছে। এখন টুইটারের অনেক কর্মচারী কার্যত তাঁদের চাকরির চিন্তায় নিজেদের রাতের ঘুম উড়িয়েছেন বলে মনে করছে বিশ্লেষকদের একাংশ।