Chardham Yatra: একাধিক বিধিনিষেধের মধ্যে শুরু হচ্ছে চারধাম যাত্রা

একাধিক বিধিনিষেধ মেনে মঙ্গলবার অর্থাৎ ৩ মে থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা (Chardham Yatra)। শুক্রবার উত্তরাখণ্ড সরকার চারধাম যাত্রা শুরুর কথা জানিয়েছে। চারধাম যাত্রা করতে…

Chardham Yatra

একাধিক বিধিনিষেধ মেনে মঙ্গলবার অর্থাৎ ৩ মে থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা (Chardham Yatra)। শুক্রবার উত্তরাখণ্ড সরকার চারধাম যাত্রা শুরুর কথা জানিয়েছে। চারধাম যাত্রা করতে হলে পুণ্যার্থীদের বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে।

রবিবার উত্তরখণ্ড সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিদিন ১২ হাজার পুণ্যার্থী কেদারনাথ যেতে পারবেন। বদ্রীনাথ যেতে পারবেন ১৫০০০ পুণ্যার্থী। গঙ্গোত্রী ও যমুনোত্রীতে যথাক্রমে ৭ হাজার ও ৪ হাজার পুণ্যার্থীকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

   

৬ মে খুলতে চলেছে কেদারনাথ মন্দিরের দরজা। বদ্রীনাথ মন্দির খুলবে ৮ মে। যারা চারধাম যাত্রা করতে চান তাঁদের রাজ্য সরকারের পর্যটন দফতরের ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করার কথা বলা হয়েছে। তবে এবার পুণ্যার্থীদের করোনার টিকা নেওয়ার শংসাপত্র দেখানোর প্রয়োজন হবে না।

চারধাম যাত্রা শুরুর বিষয়টি চূড়ান্ত করতে শনিবারই উত্তরাখণ্ডের মুখ্য সচিব এসএস সাধু সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বৈঠক করেন। গুজব ছড়িয়ে ছিল চারধাম যাত্রা করতে হলে করোনার শংসাপত্র দেখান বাধ্যতামূলক। কিন্তু সরকারের পক্ষ থেকে এদিন সেই বিভ্রান্তি দূর করা হয়েছে। রাজ্যের পর্যটন দফতরের অনুমান, করোনাজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এবার চারধাম যাত্রায় পুণ্যার্থীর ভিড় উপচে পড়বে।

এখনও পর্যন্ত খবর কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীর সমস্ত হোটেল, ধর্মশালা বুক হয়ে গিয়েছে। চারধাম যাত্রায় আইনশৃঙ্খলাজনিত কোনও সমস্যা যাতে না হয় তার জন্য নিরাপত্তা ব্যবস্থা বহু গুণ বাড়ানো হয়েছে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে পুণ্যার্থীদের সবধরনের সর্তকতা বিধি মেনে চলতে বলা হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সাবধানে চলা ভাল।