তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে (Turkey-Syria Earthquake) প্রাণ হারানোর সংখ্যা ক্রমাগত বাড়ছে। নতুন পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। আহতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছে বিপুল সংখ্যক মানুষ। এমন পরিস্থিতিতে মৃত ও আহতের সংখ্যা বহুগুণ বাড়তে পারে।
এদিকে তুরস্কের বিভিন্ন শহরে বারবার ভূমিকম্পের কম্পন অনুভূত হচ্ছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভিসেসের (ইউএসজিএস) রিপোর্ট অনুযায়ী, রাত ১২টার পর সকাল ৭টা ১৪ মিনিটের মধ্যে বিভিন্ন সময়ে পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়। তাদের তীব্রতা ৪.৪ থেকে ৪.৫ পর্যন্ত।
অন্যদিকে, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে ‘অপারেশন দোস্ত’ শুরু করেছে ভারত। এ র মাধ্যমে তুরস্কের জনগণের জন্য সাহায্য বাড়িয়েছে ভারত। সেনা, বিমানবাহিনী, এনডিআরএফ এবং চিকিৎসকদের দল তুরস্কে পাঠানো হয়েছে। ত্রাণসামগ্রীও পাঠানো হয়েছে ব্যাপক হারে।