Tripura: অস্তিত্ব সংকট বাঁচাতে মুখ্যমন্ত্রী বদলের নাটক বিজেপির: মানিক সরকার

ত্রিপুরায় (Tripura) বিধানসভা ভোটের দশ মাস আগে মুখ্যমন্ত্রী বদল করায় সরকারের এ রাজ্যের সরকারের ভূমিকা নিয়েই দেশ সরগরম। শনিবার মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়েছে বিপ্লব…

manik-sarkar

ত্রিপুরায় (Tripura) বিধানসভা ভোটের দশ মাস আগে মুখ্যমন্ত্রী বদল করায় সরকারের এ রাজ্যের সরকারের ভূমিকা নিয়েই দেশ সরগরম। শনিবার মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়েছে বিপ্লব দেবকে। রবিবার নতুন মু়খ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ডা. মানিক সাহা।

বিজেপির তরফে মুখ্যমন্ত্রী বদলের বিষয়ে প্রধান বিরোধী দল আগেই প্রতিক্রিয়ায় জানায়, সরকারের দূর্বলতা ঢাকতে মুখ্যমন্ত্রীর মুখ বদল রাজনৈতিক নাটক। এই জোট সরকার পতনের মুখে।

এবার মুখ্যমন্ত্রী বদল ও নতুন মুখ্যমন্ত্রী বসানোর পর প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। যদিও প্রথম থেকে তাঁর নীরবতা নিয়ে আলোচনা ছিল চর্চিত।

আগরতলায় মানিক সরকার বলেন, সিপিআইএম রাজ্য কমিটির তরফে বিবৃতিতে স্পষ্ট বিরোধী দলের অবস্থান। এর পর তিনি বিরোধী দলনেতা হিসেবে বলেন, রাজ্যের মাটি গরম হয়ে গেছে। জনগণের মধ্যে সরকারের প্রতি তীব্র ক্ষোভ এমনই যে রাজ্যের বিজেপি সরকার অস্তিত্ব সংকটে। এই পরিস্থিতিতে মুখ বদল করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কৌশল।

পূর্বতন মু়খ্যমন্ত্রী বিপ্লব দেবের ভূমিকাকে কটাক্ষ করে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, বিজেপি নেতৃত্ব যা চাইছেন তা করতে পারবেন না। তাঁরা ভুল করছেন। ত্রিপুরার মানুষ এত বোকা না।

বর্তমান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সম্পর্কে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, ওনাকে নিয়ে কী বলব। উনি তো মুখ বন্ধ করে বিজেপির রাজ্য সভাপতির পদে ছিলেন। তিনি মুখ খুললে তো দায়িত্বেই থাকতে পারতেন না।

এদিকে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর ডা. মানিক সাহা সাংবাদিকদের বলেছেন, রাজ্যে আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে পালনের বিষয়ে নজর দেবেন।