Jalpaiguri: লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতির অভিযোগ তৃণমূল কর্মীর, নেতারা বলছেন মানসিক অসুস্থতা

প্রায় প্রতিদিনই সরকারি প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে।একাধিকবার প্রমাণিতও হয়েছে। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসার পরই মহিলাদের জন্য বিশেষ প্রকল্প চালু…

TMC

প্রায় প্রতিদিনই সরকারি প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে।একাধিকবার প্রমাণিতও হয়েছে। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসার পরই মহিলাদের জন্য বিশেষ প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ‘লক্ষ্মীর ভান্ডার’। এবার সেই ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠল।

তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত এক প্রতিবন্ধী মহিলার অভিযোগ, তাঁর নামে বরাদ্দ হওয়া টাকা তাঁর অ্যাকাউন্টে না ঢুকে অন্য কারও কাছে চলে যাচ্ছে।

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। অভিযোগকারী পরিবার বিষয়টি নিয়ে তাদের পঞ্চায়েতের কাছে বারবার অভিযোগ জানালেও কোনও লাভ না হওয়ায় সংবাদ মাধ্যমের দারস্থ হয়েছে। কিন্তু তৃণমূল উপ প্রধান মন্তব্য করেন, মহিলার মানসিক বিকৃতি আছে।

জানা গিয়েছে, জলপাইগুড়ি পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের বাসিন্দা বুলু দেবনাথ। তিনি ও তাঁর স্ত্রী জয়ন্তী দেবনাথ উভয়েই প্রতিবন্ধী। দুয়ারে সরকার প্রকল্প যখন শুরু হয় সেই সময় জয়ন্তী দেবনাথ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেন। এরপর থেকে তাঁর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না জানতে তাঁর মেয়েকে দিয়ে প্রায়শই মোবাইলের মেসেজ দেখতে বলতেন। কিন্তু অন্যান্যরা টাকা পেলেও তিনি টাকা না পেয়ে হতাশ হয়ে বিডিও অফিসে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন তাঁর টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকছে। আর এতেই হতাশ হয়ে পড়েন তিনি।

বিষয়টি নিয়ে বেশ কয়েক দফায় পঞ্চায়েতের কাছে যান। কিন্তু পঞ্চায়েত তাঁদের ফিরিয়ে দেয়। অভিযোগকারী মহিলা জানিয়েছেন, আমি বিডিও অফিসে গেলে জানতে পারি, আমার টাকা অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। আমার গ্রামীন ব্যাঙ্কে অ্যাকাউন্ট অথচ যিনি টাকা পাচ্ছেন তাঁর স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। আমার সন্দেহ এর মধ্যে বড় কোনও দুর্নীতি রয়েছে।