খাদ্য সুরক্ষায় সংকট ইঙ্গিত, গম রফতানি বন্ধ মোদী সরকারের

মূল্যবৃদ্ধির জেরে বাজারে জিনিসপত্রের আকাশছোঁয়া দাম। লাগামছাড়া দাম বেড়ে চলেছে আটার। শনিবার কেন্দ্রীয় সরকার মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে আপাতত গম রফতানি বন্ধ করেছে। দেশের খাদ্য সুরক্ষার…

মূল্যবৃদ্ধির জেরে বাজারে জিনিসপত্রের আকাশছোঁয়া দাম। লাগামছাড়া দাম বেড়ে চলেছে আটার। শনিবার কেন্দ্রীয় সরকার মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে আপাতত গম রফতানি বন্ধ করেছে।

দেশের খাদ্য সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে একবারেই বন্ধ করার সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র। সরকারের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি কোনও দেশের খাদ্য সুরক্ষার গমের প্রয়োজন হয় এবং সেই দেশের তরফে অনুরোধ করা হয়, তবেই গম রফতানি করা হবে। বিজ্ঞপ্তি জারি করার আগে যে সমস্ত দেশের সঙ্গে চুক্তি হয়েছে, তাদেরকে গম পাঠানো হবে।

বিশ্বের মধ্যে গম উৎপাদনে দ্বিতীয় স্থানে ভারত। ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে দেশের বাইরে আটার চাহিদা বেড়েছে। তাই রফতানি বেড়ে যাওয়ার কারণেই ভারতের বাজারে আটার দাম বেড়েছে। তার ওপর তাপপ্রবাহের কারণে ব্যাপকভাবে ফসলের ক্ষতি হয়েছে।

গত মার্চ মাস অবধি ৭০ লক্ষ মেট্রিক টন আটার রফতানি হয়েছে। অন্যান্য দেশে আটার জোগান কমে যাওয়ায় জোগান দিতে হচ্ছে ভারতকে।

কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে আম জনতার ঘাম ছুটেছে। তাই দেশের সাধারণ নাগরিকদের খাদ্য সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু কিছুদিন জার্মানি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, যখনই কোনও দেশের খাদ্য সংকট তৈরি হবে ভারতীয় কৃষকরা খাবার সরবরাহে এগিয়ে আসবে। যে কোনও কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত পাশে থাকবে। এর পরে গম রফতানি বন্ধের সিদ্ধান্ত কেন প্রশ্ন উঠতে শুরু করেছে।