নেই নিয়ন্ত্রণ দলে, দলীয় কর্মীকে মাটিতে ফেলে মারল তৃণমূল নেতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মসনদে বসার পরে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরমহলে দেখা গিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। এর ফলেই বারংবার সমস্যার মুখে পড়তে হয়েছে শাসক…

TMC

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মসনদে বসার পরে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরমহলে দেখা গিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। এর ফলেই বারংবার সমস্যার মুখে পড়তে হয়েছে শাসক দলকে। দলের শীর্ষ নেতৃত্বরাও অনেক সময় বেফাঁস মন্তব্য করার জন্য অস্বস্তিতে পড়তে হয় দলকে। এলাকা দখল নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। ঠিক সেরকমই একটি ঘটনা এবার খড়দহতে (Khardah)। তৃণমূল কর্মীকে মাটিতে ফেলে মারধর করলেন তৃণমূলেরই এক নেতা।

ঘটনাটি ঘটেছে খড়দহ পাতুলিয়া এলাকার সরকারি আবাসন এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে। জানা গিয়েছে, এলাকায় দখলের লড়াইয়ে কারণে তৃণমূল কর্মীকে মাটিতে ফেলে মুখ ফাটিয়ে মারধর করা অভিযোগ উঠেছে নেতার বিরুদ্ধে।

   

খড়দহর পাতুলিয়া সরকারি আবাসন এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। আদি ও নব্য তৃণমূল এর মধ্যেই এই সংঘর্ষ হয়েছে বলে জানা গিয়েছে। এই সংঘর্ষের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়ে যায় আর তাই নিয়ে বচসা শুরু হয় গোটা এলাকায়।

সেই ছবি পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সোমনাথ দে। তাঁকে ফোন করে পাতুলিয়া সরকারি আবাসনের তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ চক্রবর্ত্তী হুমকি দেয় এবং তার ওপর চড়াও হয় মারধর করে। তৃণমূল কর্মীকে খড়দহ বলরাম সেবা মন্দির হাসপাতালে ভর্তি করা হয়েছে। রহড়া থানায় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

যদিও তৃণমূল কংগ্রেস সভাপতি আশীষ চক্রবর্ত্তী সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। উল্টে তিনি অভিযোগ করেছেন, মনোজ বাউরি অর্থাৎ তৃণমূল কর্মী গোটা এলাকায় মদ্যপান করে সাধারণ মানুষকে উত্ত্যক্ত করে।