Delhi: জাহাঙ্গিরপুরি উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, চলছে ভাঙা

দিল্লির (Delhi) জাহাঙ্গিরপুরিতে গোষ্ঠি সংঘর্ষের পর এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ ইস্যুতে হস্তক্ষেপ করল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। দেওয়া হয়েছে স্থগিতাদেশ। তবে সেই নির্দেশ উড়িয়ে…

দিল্লির (Delhi) জাহাঙ্গিরপুরিতে গোষ্ঠি সংঘর্ষের পর এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ ইস্যুতে হস্তক্ষেপ করল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। দেওয়া হয়েছে স্থগিতাদেশ। তবে সেই নির্দেশ উড়িয়ে চলছে ভাঙার কাজ।

হনুমান জয়ন্তীর দিন একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লির জাহাঙ্গিরপুরি এলাকা। ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর থেকে গুলি পর্যন্ত চালানো হয়। আর এরপরেই অবৈধ নির্মাণ উচ্ছেদের সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণগুলি ভেঙে দেওয়ার কাজ শুরু করতে বলা হয়। কাজ শুরুও হয়, কিন্তু সুপ্রিম কোর্ট দেয় স্থগিতা দেশ। 

   

বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা নির্দেশ দেন, ‘স্থিতাবস্থা বজায় রাখুন। আগামিকাল সঠিক বেঞ্চে আবেদন করুন।’ এদিন সিনিয়র আইনজীবী দুষ্মন্ত দাভে বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনেন । দাভে এদিন আদালতে জানান, “এটা পুরোপুরি বেআইনি, অসাংবিধানিক, দিল্লির জাহাঙ্গিরপুরীতে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই গোষ্ঠি সংঘর্ষ লেগেছিল। কোনও নোটিস ছাড়াই সেখানে নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। পুরনিগম আইন অনুযায়ী, অন্তত ৫ থেকে ১৫ দিন আগে নোটিস দিতে হয়। তাঁদের এর বিরুদ্ধে আবেদন করার অধিকার আছে।” এরপরেই শীর্ষ আদালত উচ্ছেদ অভিযানের ওপর স্থগিতাদেশ জারি করেন।

প্রসঙ্গত, ১৬ এপ্রিল হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে দিল্লির জাহাঙ্গিরপুরিতে হিংসার অভিযোগ ওঠে। ইতিমধ্যে এই ঘটনায় মূলচক্রী আনসারকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে বিজেপি অভিযোগ করেছিল যে, জাহাঙ্গিরপুরিতে বাংলাদেশ এবং রোহিঙ্গাদের আস্তানা গড়ে উঠেছে। এদিন সরকারি জমি দখলদারকে সরানোর প্রক্রিয়া শুরু হয়।