দীর্ঘদিন ধরেই করোনা বিধ্বস্ত জীবনে ক্লান্ত হয়ে যাওয়ায় মুক্তির উপায় খুঁজছেন কম বেশী সকলেই। এরই মধ্যে করোনা পরিস্থিতিতে কিছুটা স্বস্তির সংবাদ আসার পর থেকেই ভ্রমনপিপাসুরা বেরিয়ে পড়ার প্ল্যান (Travel tips) করতে শুরু করে দিয়েছেন।
সদলবলে বেরিয়ে পড়া মানেই করোনার তৃতীয় ঢেউকে স্বাগত জানানো।কিন্তু তার পরেও একটু সচেতন হলেই জীবাণু ছড়ানোর হার কিছুটা হলেও কমানো সম্ভব।
বাইরে যারা বেড়াতে গেলেন, তাদের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখা দরকার সেটা একটু আলোচনা করা যাক।
- এই সময়ে প্রথম কাজ হবে, বেড়াতে গেলেও ভিড় এড়িয়ে চলা
- প্রাকৃতিক পরিবেশে বেড়াতে যাওয়াই ভালো এই পরিস্থিতিতে
- অন্য পর্যটকদের সঙ্গে একসাথে ঘোরা নৈব নৈব চ
- হোটেল বাদ দিয়ে পারলে হোমস্টেতে থাকাই বুদ্ধিমানের কাজ
তবে, নিতান্তই হোটেলে রাত কাটাতে হলে মেনে চলুন কয়েকটি নিয়ম :
নিজে স্যানিটাইজ করুন:
সবসময় নিজের কাছে স্যানিটাইজার রাখুন। হোটেলে ঢোকার সাথে সাথেই শুধু হোটেল কর্তৃপক্ষের উপর ভরসা না করে নিজের দায়িত্বে স্যানিটাইজেশন করুন ।
ধাতব জিনিসগুলি নিয়ে সাবধান:
ধাতব জিনিষের মাধ্যমে করোনা সংক্রমনের সম্ভবনা বেশী থাকে।বাথরুমের কল, দরজার হাতলের মতো জিনিসগুলি নিয়ে সতর্ক থাকুন। এই ধরনের ধাতব জিনিষ স্পর্শ করার আগে ভালো করে স্যানিটাইজ করুন।
জানলা খোলা রাখুন :
বন্ধ ঘরে জীবাণুর সংক্রমণের আশঙ্কা বেশি থাকে। ফলে ঘরে ঢুকেই জানলা খুলে দিলে পর্যাপ্ত হাওয়া ও রোদ আসতে পারে। সেক্ষেত্রে বিশেষ সুবিধা হয়।
কোথায় কোথায় যাবেন না:
লিফ্ট, সুইমিং পুল এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। একেবারেই ঢুকবেন না জিমে। সেক্ষেত্রে শরীরচর্চা করতে গিয়ে উলটে শরীর খারাপ নিয়ে ঘরে ফিরতে হবে।
হোটেলের খাবার খাবেন না:
খাবার আনিয়ে নিন ঘরে । হোটেলের রান্না ঘরে বহু লোকের জনসমাগম হয়। সেখান থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।