ISL: বঙ্গে ‘ব্রাত্য’ বঙ্গ সন্তান বুড়ো আঙুল দেখাচ্ছেন কলকাতাকে

কলকাতার মাঠে বেড়ে ওঠা। অথচ এই শহরেই সে ব্রাত্য (ISL)।  এটিকে মোহন বাগানের সামনে থেকে শিল্ড ট্রফি নিয়ে চলে গিয়েছে জামশেদপুর। মঙ্গলবার ফতোরদার জওহরলাল নেহরু…

কলকাতার মাঠে বেড়ে ওঠা। অথচ এই শহরেই সে ব্রাত্য (ISL)। 

এটিকে মোহন বাগানের সামনে থেকে শিল্ড ট্রফি নিয়ে চলে গিয়েছে জামশেদপুর। মঙ্গলবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মোহনবাগান অ্যাকাডেমি থেকে উঠে আসা এক বঙ্গসন্তানের গোলে ডুবেছে সবুজ মেরুন তরী। ঋত্বিক দাসের করা একমাত্র গোল ফয়সালা হয় ম্যাচের। 

   

ISL

বিপক্ষের গোল মেশিন গ্রেগ স্টুয়ার্টকে কড়া পাহারায় রেখেছিলেন বাগান কোচ হুয়ান ফেরান্দো। স্টুয়ার্ট দক্ষ ফুটবলার। নিজে গোল করলেন না বটে, কিন্তু গোল করালেন। মোহন বক্সের বাইরে পাস বাড়িয়েছিলেন তিনি। বল পেয়ে ঠাণ্ডা মাথায় সোজা গোলে শট মারে মোহনবাগান অ্যাকাডেমি থেকে উঠে আসা আসানসোলের ঋত্বিক। দুর্গের পতন রোধ করতে ঝাঁপিয়ে পড়েছিলেন গোলরক্ষক অমরিন্দর সিং। লাভ হয়নি তাতে। তাঁর হাতের নাগাল এড়িয়ে বলে জড়িয়ে যায় সোজা জলে। এক গোলের ব্যবধানে এগিয়ে যায় জামশেদপুর। ওটাই ম্যাচের নির্ণায়ক। 

ঋত্বিকের বেড়ে ওঠা কলকাতার মাঠে। মোহন বাগান অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন তিনি। খেলেছেন কালীঘাটের হয়ে। এরপর তিনি রাজ্যের বাইরে। ৩৪ টি ম্যাচ খেলেছে রিয়াল কাশ্মীরের হয়ে। চারটি গোল করেছিলেন সেখানে। কেরালা ব্লাস্টার্সে সুযোগ পাননি সেভাবে। মাত্র চারটি ম্যাচে অংশ নিয়েছিলেন । এরপর এখন রয়েছেন ইস্পাত নগরীর ফ্র্যাঞ্চাইজি দলে।