Mohammedan SC: দিল্লীকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল মহামেডান

ট্রাউ ম্যাচের পর ফের বজায় সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেড। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ আইলিগে নিজেদের অ্যাওয়ে ম্যাচ খেলতে সুদেবা দিল্লীর (Sudeva Delhi FC) মুখোমুখি…

Mohammedan SC Sudeva Delhi FC

ট্রাউ ম্যাচের পর ফের বজায় সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেড। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ আইলিগে নিজেদের অ্যাওয়ে ম্যাচ খেলতে সুদেবা দিল্লীর (Sudeva Delhi FC) মুখোমুখি হয়েছিল আন্দ্রে চেরনিশভের ছেলেরা। নির্ধারিত সময়ের শেষে সেই ম্যাচে ও জয় তুলে নিল রেড রোডের এই ফুটবল ক্লাব। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় মহামেডান স্পোর্টিং ক্লাব। যা দেখে খুশি সকলেই।

আজকের এই জয়ের ফলে অনায়াসেই আইলিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল সাদা-কালো ব্রিগেড। গোল করেন যথাক্রমে গুরতেজ ও মহামেডান দলের অন্যতম ভরসা যোগ্য তারকা রামসাঙ্গা। অন্যদিকে, সুদেবা দিল্লীর হয়ে গোল করেন বেলি। এই জয় পরবর্তীতে দলের ক্ষেত্রে যে বাড়তি আত্মবিশ্বাসের জন্ম দেবে তা কিন্তু বলাই চলে।

বলাবাহুল্য, আজ নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচ হলেও শুরু থেকেই প্রতিপক্ষ দলকে যথেষ্ট চাপে রেখেছিল ব্ল্যাক প্যান্থার্সরা। ঘন ঘন আক্রমণে কার্যত কেঁপে কেঁপে উঠছিল দিল্লী দলের ডিফেন্স। পরবর্তীতে তা সামাল দিতে না পারায় ম্যাচের ঠিক চার মিনিটের মাথায় বল জালে জড়িয়ে দেন গুরতেজ। সেজন্য, ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় দল। তবে সেই গোল হজম করার পরেও প্রতি আক্রমণে উঠে আসতে থাকে দিল্লীর এই ফুটবল দল। একটা সময় তাদের তরফ থেকে গোলের সুযোগ আসলেও তা সম্পূর্ণভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। কিন্তু তার ঠিক মিনিট আঁটেক পরেই গোল করে দলকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে দেয় রেমসাঙ্গা। প্রথমার্ধের শেষে সেই ২-০ গোলের ব্যবধানেই এগিয়ে থাকে মহামেডান স্পোর্টিং ক্লাব।

দ্বিতীয়ার্ধে দুই দলের তরফ থেকে হাড্ডাহাড্ডি লড়াই হলেও পুনরায় গোলের মুখ খোলা সম্ভব হয়নি দীপুদের। তবে নির্ধারিত নব্বই মিনিটের শেষে অতিরিক্ত আঁট মিনিটের মাথায় গোল করে দলের ব্যবধান কমান বেলি। যারফলে, এরপরে এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয়ে যায় সাদা-কালো শিবিরের।