কথায় কথায় লোকে বলে, “স্বামী স্ত্রীর বন্ধন, সাতজন্মের বন্ধন”। কিন্তু কখনো কখনো এই স্বামী স্ত্রীয়ের(Husband-Wife) সম্পর্কের(relationship) মধ্যে তৈরী হয় দূরত্ব। তা কোনো দম্পতির(couple) ক্ষেত্রে হতে পারে মানসিক আবার কোনো দম্পতির ক্ষেত্রে হতে পারে শারীরিক। মানসিক দূরত্বে থাকে মনোমালিন্যর সম্পর্ক, কিন্তু শারীরিক দূরত্বের জন্য রোজকারের কাজের চাপ, দৈনন্দিন ব্যস্ততা আরও অনেককিছু। চলুন জেনে নেওয়া যাক এমনি কয়েকটি কারণ যাতে স্বামী-স্ত্রীর শারীরিক সম্পর্ক থাকবে অটুট।
উপায়গুলি হল-
- ১) আজকালকার দিনে মানুষের জীবনে মোবাইল ফোনের ব্যবহার বেড়েছে অত্যন্ত পরিমাণে আর খানিক সেই জন্যেই স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সুসম্পর্ক বজায় থাকে না। তাই শোয়ার সময় ফোন কাছে নিয়ে শোবেন না। সুযোগ হলে ফোনকে রাখুন বেডরুমের বাইরে। পার্টনারের থেকে স্পেস চাওয়ার পাশাপাশি তাকেও একটু সময় দিতে শিখুন।
- ২) প্রতি রাতে ঘুমিয়ে পড়ার আগে একদম পুরনো দিনের মতো পার্টনারকে বলুন ‘ ভালোবাসি’।ভালোবাসার সব সম্পর্ক টিকিয়ে রাখতে সাহায্য করে।
- ৩) প্রতি রাতে সেক্স জরুরি নয়। যে কোন সম্পর্কের ক্ষেত্রে স্পর্শ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই যৌনতা বিহীন আদরে মাতুন। স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে আলিঙ্গন করুন, চুম্বন করুন। এই সকল স্পর্শের মাধ্যমে সম্পর্কের উষ্ণতা বজায় থাকে চিরকাল।
- ৪) পারলে শোয়ার ঘরে টেলিভিশন রাখবেন না। ফোন কিংবা টেলিভিশন মানুষকে বিভ্রান্ত করতে বড়ই সাহায্য করে। একটু স্বামী-স্ত্রীর একান্ত সময় নষ্ট হয়।
- ৫) সকালে ঘুম থেকে ওঠার সময় একে অপরকে মুখে হাসি নিয়ে ‘গুড মর্নিং’ বলুন। সুযোগ পেলে কপালে দিতে পারেন স্নিগ্ধতার চুম্বন। যদি রোজ পালন করা যায় তাহলে রোজকার সারাদিনের কাজ করা যায় স্ফূর্ততার সঙ্গে।