টাটা কারখানাকে ডিনামাইট দিয়ে ব্লাস্ট করিয়ে গুঁড়ো করেছিলেন মমতা: অধীর

টাটাকে আমি তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে। আপনারা জোর করে জমি দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি। বুধবার শিলিগুড়ির (Siliguri) এক সভা থেকে একথা বলেন মুখ্যমন্ত্রী…

টাটাকে আমি তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে। আপনারা জোর করে জমি দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি। বুধবার শিলিগুড়ির (Siliguri) এক সভা থেকে একথা বলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury) বলেন, টাটা (Tata) কারখানা সরকারি টাকায় ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন মমতা।

  • বাম আমলে সিঙ্গুরের জমি অধিগ্রহণ সম্পূর্ণ অবৈধ এই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট।
  • কৃষকদের হাতে জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।
  • এরপর টাটা কারখানার ৯টি শেড ভাঙতে উদ্যোগী হয় তৃ়ণমূল কংগ্রেসের সরকার।
  • ওই কাজে ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

কারখানা গুঁড়িয়ে দেওয়া প্রসঙ্গে বহরমপুরের কংগ্রেস সাংসদ বলেন, টাটাকে উৎখাত করার পর সিঙ্গুর দিবস পালন করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টাটা কোম্পানির সেই কারখানাকে সরকারি পয়সায়, আমার আপনার পয়সায় ডিনামাইট দিয়ে ব্লাস্ট করিয়ে গুঁড়ো করে দিয়েছিলেন। তারপর সেখানকার যারা কৃষক, তাদেরকে বলেছিল তোমাদের জমি পাইয়ে দিলাম। এই নাও তোমরা চাষ করো। বাংলার মুখ্যমন্ত্রী শিল্প স্থাপনে সুপার ফ্লপ।

উল্লেখ্য, ২০০৮ সালে শিল্পের সম্ভার নিয়ে রাজ্যে উপস্থিত হয়েছিল টাটা৷ তৎকালীন বামফ্রন্ট সরকারের মু়খ্যমন্ত্রী  বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে বাংলায় শিল্পের সম্ভাবনা গড়ে উঠেছিল সিঙ্গুরকে কেন্দ্র করে৷ কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়াল সরকারের জমি অধিগ্রহণ নীতি৷ সেই সময় সিঙ্গুরের কৃষকদের পক্ষে ময়দানে নেমেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় ধরে সিঙ্গুরে অনশন কর্মসূচি চালিয়েছিলেন তিনি।

টাটার কারখানা গড়ে ওঠাকে কেন্দ্র করে সিঙ্গুর জমি আন্দেলন তীব্র হয়। বিদায় নেয় টাটা। পরে নন্দীগ্রাম জমি আন্দোলন তীব্র হয়েছিল। সেই সঙ্গে দীর্ঘ সাড়ে তিন দশক ক্ষমতায় থাকার পর প্রতিষ্ঠান বিরোধিতার জেরে বামফ্রন্ট সরকারের পতন হয়। ক্ষমতার অলিন্দে জায়গা করে নেন মমতা। তাঁর মুখে এহেন মন্তব্য রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সিঙ্গুরের ছাই চাপা আগুনে কার্যত ঘৃতাহুতি দিয়েছেন তিনি।