Nadia: তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় সিপিআইএম

এবার নদিয়ায় (Nadia) এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। জানা গিয়েছে, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার দেবগ্রামে। দেবগ্রামের ওই তৃণমূল (TMC) কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ…

TMC

এবার নদিয়ায় (Nadia) এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। জানা গিয়েছে, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার দেবগ্রামে।

দেবগ্রামের ওই তৃণমূল (TMC) কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ দলেরই বিরুদ্ধে গোষ্ঠীর অনুগামীদের বিরুদ্ধে। যদিও অভিযোগের তির উঠেছে সিপিআইএম (CPIM)-এর বিরুদ্ধেও।

পরিবার সূত্রে খবর, দেবগ্রামের বাসিন্দা মনিরুল হক এবং তৌহিদ আলি শেখ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে ওই তৃণমূল কর্মীদের নিত্যদিন শত্রুতা লেগেই থাকত কয়েকজন সিপিআইএম-এর কর্মীদের সঙ্গে। এরপর বৃহস্পতিবার যখন মনিরুল ও তৌহিদ দেবগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন, তখন এক পুকুরের পাশে জঙ্গলে বসেছিলেন সিপিএম কর্মীরা। ওই দুই তৃণমূল কর্মী আসতেই ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর চড়াও হয়। শুধু তাই নয়, তাঁদের লক্ষ্য করে বোমা অবধি ছোঁড়ে দুষ্কৃতীরা।

Advertisements

এরপর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় বলে খবর। এই ঘটনায় মৃত্যু হয়েছে তৌহিদ আলির। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।