21 July Martyr’s Day: শহীদ দিবসের প্রচারে উত্তাল নাচ তৃণমূল সমর্থকদের

21 July Martyr's Day campaign

১৯৯৩ সালের ২১ জুলাই (21 July) কলকাতার রাজপথে ঘটে এক ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর সমাবেশ করে থাকে তৃণমূল৷ সেখানে শহীদদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শোক জ্ঞাপন করেন৷ সেইসঙ্গে ধর্মতলার সমাবেশ থেকে দলের কর্মীদের উদ্দেশ্যে দেন বিশেষ বার্তাও।

দলনেত্রীর বার্তা শুনতে পাহাড় থেকে জঙ্গলমহল অবধি পিপিলিকার মতো মানুষ ছুটে আসেন। দলের নেতারা বলেন, এটার সঙ্গে জড়িয়ে রয়েছে তৃণমূলের আবেগ ও ইতিহাস৷ কিন্তু সময় বদলাতেই দেখা গেল অন্য ছবি৷ শহীদ দিবসের প্রস্তুতি মিছিলে উদ্দাম নাচ। কটাক্ষের ঝড় বইছে স্যোশাল মিডিয়ায়।

   

গত দুই বছর ধরে করোনার কারণে বন্ধ ছিল ২১ জুলাইয়ের কর্মসূচি। ভার্চুয়ালি দলের কর্মীদের বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবার তাই আগে থেকে বিরাট তোরজোড় শুরু হয়েছে। দফায় দফায় কর্মীরা আসতে শুরু করেছে। উত্তরবঙ্গ থেকে রওনা দিয়েছেন নেতারাও৷ কিন্তু সম্প্রতি যে ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা নিয়ে বইছে নিন্দার ঝড়।

ভিডিওটি নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ভাই সৌরভ ঠাকুর৷ তৃণমূলকে কটাক্ষ করে ক্যাপশনে লিখেছেন শহীদ স্মরণে তৃণমূল কংগ্রেসের নৃত্য যাত্রা৷ ট্যাগ করেছেন শুভেন্দু অধিকারী এবং তথাগত রায়কে৷ যদিও তাঁদের তরফে কোনও মন্তব্য মেলেনি।

মহলে এনিয়েও আলোচনা শুরু হয়েছে বিস্তর। কারোর মন্তব্য, তৎকালীন স্বরাষ্ট্রসচিব মনীশ গুপ্তকেই পরবর্তীকে মন্ত্রী করেছিলেন মমতা৷ পরে ২১ জুলাইয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁকে। এতগুলো বছর পরেও ২১ জুলাই নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে৷ কয়েক বছর আগে তো শহীদ দিবসের মঞ্চে নাচের তালে পা দোলাতে দেখা গেছে দেব, সোহমদের৷ কর্মীদের কোমর দোলানোতে কোনও দোষ দেখতে পাচ্ছেন না তাঁরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন