Abhishek Banerjee: ‘ED, CBI-কে তোয়াক্কা করে না তৃণমূল’

রাজ্যে লাগাতার সিবিআই, ইডির হানা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। গোরু পাচার, এসএসসি দুর্নীতি, টেট দুর্নীতি ঘিরে অস্বস্তিতে রাজ্যের শাসক দল। এরই মাঝে এবার বিরোধীদের নিশানা…

Abhishek Banerjee: 'ED, CBI-কে তোয়াক্কা করে না তৃণমূল'

রাজ্যে লাগাতার সিবিআই, ইডির হানা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। গোরু পাচার, এসএসসি দুর্নীতি, টেট দুর্নীতি ঘিরে অস্বস্তিতে রাজ্যের শাসক দল। এরই মাঝে এবার বিরোধীদের নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়েই অভিষেক হুঙ্কার দেন, ‘ED, CBI-কে তোয়াক্কা করে না তৃণমূল। কুৎসা করে লাভ হবে না। গুজরাটে ৩ হাজার কোটির মূর্তি হলে দুর্গাপুজোয় অনুদান নয় কেন? সবকিছুর বদলা নেব আসন্ন সব ভোটে।’

Advertisements

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, ‘মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অপমান করছে বিজেপি। পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কারও উপর এক টাকা চাপায়নি। অমিত শাহর দফতরের রিপোর্ট বলছে সুরক্ষিত শহর কলকাতা। অমিত শাহ জাতীয়তাবাদের কথা বলেন, আর তাঁর ছেলে জাতীয় পতাকা ধরতে অস্বীকার করেন।’

Advertisements
   

অভিষেক আরও বলেন, ‘তৃণমূলের ওপর যত আঘাত এসেছে ততই শক্তিশালী হয়েছে দল। যাঁরা বাংলাকে বঞ্চিত করেছে, আগামী পঞ্চায়েত, লোকসভা ভোটে তাঁদের জবাব দেব। বিজেপির কাছে মাথা নত করব না। দিল্লির জল্লাদদের কাছে মাথা নত করব না। বিজেপির জল্লাদ ও হার্মাদরা এক হয়েছে।’