ISL: মোহনবাগান কতটা ভালো ফুটবল খেলতে পারবে, বুঝতে পারছেন না বিরক্ত সমর্থকরা

যুবভারতীতে কুয়ালালামপুর সিটি এফটির বিরুদ্ধে এফসি কাপের জোনাল সেমিফাইনালে ৩-১ গোলে হারের পর এফসি কাপ থেকে বিদায় হয়ে গিয়েছে এটিকে মোহনবাগানের (Mohun Bagan)। প্রথমে ডুরান্ড…

Mohun Bagan camp did not get a day off after the Kolkata derby

যুবভারতীতে কুয়ালালামপুর সিটি এফটির বিরুদ্ধে এফসি কাপের জোনাল সেমিফাইনালে ৩-১ গোলে হারের পর এফসি কাপ থেকে বিদায় হয়ে গিয়েছে এটিকে মোহনবাগানের (Mohun Bagan)। প্রথমে ডুরান্ড কাপে বিদায়, তারপর এফসি কাপে বিদায়। দলের পারফরম্যান্স দেখে রীতিমতো হতাশ মোহনবাগান সমর্থকরা।

ডুরান্ড কাপ শুরুর আগে মোহনবাগান কোচ জোয়ান ফেরান্দো বলেছিলেন, আমার লক্ষ্য এফসি কাপ ও আইএসএল। কিন্তু বাস্তবে দেখা গেল এফসি কাপে রীতিমতো মুখ থুবড়ে পড়ল তার মোহনবাগান।

যার রীতিমতো হতাশা বাড়িয়েছে সকলের মধ্যে । বিরক্ত প্রাক্তন ফুটবলার মানষ ভট্টাচার্যও। মোহনবাগানের খেলা কেমন দেখলেন এই কথা জিজ্ঞাসা করতেই বেশ বিরক্ত মানষ। তিনি বলেন, ‘ একেবারে জঘন্য ।এই দলটা কতটা ভালো ফুটবল খেলবে বুঝতে পারছি না। কোচ বদলানো দরকার ।পরিবর্ত হিসেবে যেসব ফুটবলার নামিয়েছে তা ওর থেকে আশা করা যায় না। মোহনবাগানের খেলা আমার একেবারেই ভালো লাগেনি। ডুরান্ড কাপে ওরা ভালো খেলতে পারিনি। ভেবেছিলাম এএফসি কাপে হয়তো ভালো খেলবে। কিন্তু এফসি কাপেও আমাকে হতাশ করলো ওরা।’

এই দলটা আইএসএল এ ভালো খেলতে পারবে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘ আইএসএলে কিছু হবে বলে মনে হয় না।এই দল নিয়ে অনেক ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। টিম ম্যানেজমেন্ট রয়েছে, আশা করি ওরাই ভাববে। তবে বাগানের খেলা দেখে আমি রীতিমতো হতাশ।’