পার্থের থেকে শিক্ষা নিয়ে অনুব্রত ইস্যুতে বিতর্কের আগেই সিদ্ধান্ত নিতে পারে TMC

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির কারণে কারাবাসে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু একাধিকবার একাধিক মামলায় সিবিআই তলবের পরেও বীরভূমের…

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির কারণে কারাবাসে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু একাধিকবার একাধিক মামলায় সিবিআই তলবের পরেও বীরভূমের জেলা সভাপতি পদ থেকে কেষ্টকে সরায়নি তৃণমূল। মুখে স্বচ্ছতার কথা বললেও কেন অনুব্রতকে ওই পদে রেখেছে তৃণমূল? প্রশ্ন তুলছে বিরোধীরা৷

সিপিআইএম রাজ্য সম্পাদক সিবিআই দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন কেন? পড়ুন:

সফট গ্লাভসে ডিল করছে CBI, অনুব্রত জেরা ইস্যুতে সরব মহ: সেলিম

বিরোধীদের বক্তব্য, বারবার এসএসকেএমে গিয়ে অসুস্থতার নাটক করেছেন অনুব্রত৷ তদন্ত ধীর গতিতে হলেও একদিন গ্রেফতার হবেন অনুব্রত। কারণ, তাঁর দেহরক্ষী সায়গল হোসেন এই মুহুর্তে সিবিআই হেফাজতে৷ বিভিন্ন জেলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হলেও, অনুব্রত প্রসঙ্গে মুখ খোলেননি শীর্ষ নেতৃত্ব৷ যা নিয়ে শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে বিরোধীদের বক্তব্য, একাধিকবার কেষ্টর কাছ থেকে বিতর্কিত মন্তব্য শোনা গেলেও ডিফেন্ড করেছেন দলনেত্রী৷ এবার কী সেটাই হবে?

তৃণমূলের নীচু তলার কর্মীদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন তাঁরা৷ কিন্তু জনসংযোগে গিয়ে দুর্নীতি নিয়ে মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁদেরকে৷ দ্রুত পার্থ সহ অন্যান্যদের বিষয়েও স্পষ্ট করে বার্তা দিক দল৷ না হলে আগামী পঞ্চায়েত নির্বাচনে ফল ভুগতে হবে দলকেই।

এমনিতেই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। জেলায় জেলায় শয়ে শয়ে তৃণমূল নেতাদের প্রতিদিন নাম জড়াচ্ছে। প্রতারিত চাকরি প্রার্থীরা টাকা চাইতে গেলেই হুলুস্থুল কাণ্ড ঘটে যাচ্ছে। তাই আর দেরি একেবারেই চাইছেন না তৃণমূলের একাংশ৷ বুধবার কলকাতায় জোড়া সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ সেই সভা থেকে কী বার্তা আসে? আপাতত সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল৷