Partha Chatterjee removed: কার্যপদ্ধতি নিয়ে মমতার ক্ষোভে পদচ্যুত পার্থ

Perth Chatterjee removed from the party's disciplinary committee

দলের নতুন ভবনে বৈঠকে বসেছিল ঘাসফুল শিবির। বৈঠকের নেতৃত্বে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির কার্যপদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি৷ এর পরেই চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)৷ নতুন চেয়ারম্যান করা হল সুব্রত বক্সিকে।

Advertisements

সূত্রের খবর, শৃঙ্খলারক্ষা কমিটির কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কখন শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকা হয় তা কাগজ পড়ে জানতে পারি। আমার অনুমতি নিয়ে বৈঠক ডাকতে হবে।

তৃতীয়বার ক্ষমতায় এলেও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে গোষ্ঠি দ্বন্দ্বের কারণে জেরবার তৃণমূল। এছাড়াও পারস্পরিক সংঘাত তো লেগেই রয়েছে। তার ওপর একাধিক নেতার বেলাগাম মন্তব্য দলকে বারবার বিড়ম্বনায় ফেলেছে। তাই লাগাম টানতেই শক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

সেইসঙ্গে সতীর্থদের উদ্দেশ্যে মমতার বার্তা, এত টাকা কীসের প্রয়োজন? আমার তো নিজের বাড়ি ছাড়া অন্য বাড়িতে থাকতে ইচ্ছে করে না। প্রতিদিন একের পর এক তৃণমূল নেতাদের প্রাসাদ প্রমাণ বাড়ির ছবি প্রকাশ্যে আসতেই লাগাম টানার চেষ্টা তৃণমূল সুপ্রিমোর।