বামফ্রন্টের তুলনায় বিজেপির নবান্ন অভিযান ফ্লপ : কুণাল ঘোষ

বিজেপির নবান্ন অভিযানকে ফ্লপ বললেন তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদক সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, এর আগে বামপন্থীদের নবান্ন অভিযানের স্পিরিট অনেক বেশি ছিল।…

বিজেপির নবান্ন অভিযানকে ফ্লপ বললেন তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদক সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, এর আগে বামপন্থীদের নবান্ন অভিযানের স্পিরিট অনেক বেশি ছিল। আর মুখ্যমন্ত্রী মমতা বলেছেন বিজেপি (BJP)-র বেলুন ফুটো হয়ে গেছে।

Advertisements

দলনেত্রী মন্তব্যের পরই কুণাল বলেন, শুধুমাত্র পরিকল্পনা মাফিক অস্থিরতা তৈরি করে, অশান্তি তৈরি করতে চাওয়া হয়েছিল। বামেদের কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিজেপির থেকে বামপন্থীদের কর্মসূচি ও ছেলেমেয়েদের স্পিরিট অনেক ভালো ছিল।

   

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপির নবান্ন অভিযানে মানুষের সমর্থন নেই এবং ইস্যু নেই। শুধুমাত্র পরিকল্পনা ছিল প্ররোচনা দিয়ে, গন্ডগোল করে, অস্থিরতা তৈরি করে, কোনওভাবে একটি অশান্তি তৈরি করার প্রেক্ষিত। পুলিশ প্রশাসন তা ব্যর্থ করে দিয়েছে। সাধারণ মানুষ একেবারেই নবান্ন অভিযানকে সমর্থন করেনি। দিশেহারা বিজেপি। শেষ পর্যন্ত ইট, পাথর, অশান্তি, পুলিশের গাড়িতে আগুন, সরকারি সম্পত্তি নষ্ট করেছে।

তিনি বলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। যতগুলি ক্যামেরা তাঁর দিকে তাঁক করা ছিল, তত মিনিটও তিনি পুলিশের সামনে দাঁড়িয়ে থাকার দম দেখাতে পারেননি। উনি কি বিরোধী দলনেতা? হাঁটতে হাঁটতে চলে গেলেন পুলিশের গাড়িতে। এ তো মেরুদণ্ডহীন, ভীরু, কাপুরুষ, আলুভাতে একজন বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যজুড়ে সংগঠনকে পুনরায় উদ্ধার করতে তৎপর হয়েছে সিপিআইএম।একাধিক নির্বাচনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে এসেছে বাম শিবির। বর্ধমানে বিরাট কর্মসূচি চলে বামেদের তরফে। সেই মিছিল ঘিরে অগ্নিগর্ভ হয়েছিল বর্ধমান শহর। তারপর সিজিও কমপ্লেক্স অভিযানের মাধ্যমেও রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে একযোগে আক্রমণ শানিয়েছেন বাম নেতৃত্ব।