মমতাকে হারাতে না পেরে গায়ের জ্বালা মেটাচ্ছে BJP : জয়প্রকাশ

বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে তৃণমূল কর্মীর পদাঘাত খেয়েছিলেন জয়প্রকাশ

Jayprakash Majumdar

হায়দরাবাদে বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে পশ্চিমবঙ্গ, কেরল ও জম্মু-কাশ্মীরে দলীয় কর্মীদের উপর হামলা ও মৃত্যুর বিষয়ে বিশেষ নজর দিয়েছেন মোদী ও অমিত শাহ। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের কটাক্ষ, মমতা কে হারাতে না পেরে গায়ের জ্বালা মেটচ্ছে বিজেপি।

বিজেপিতে ছিলেন জয়প্রকাশ মজুমদার। তিনি এখন তৃণমূল কংগ্রেসে আছেন। দীর্ঘ সময় বিজেপির গঠনতান্ত্রিক বিষয় খুব কাছে থেকে দেখছিলেন। তিনি জানান, বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে আলোচনার যা খবর আসছে তা একপাক্ষিক। দেশের শাসকদলের পক্ষে এমন লঘু আলোচনা শোভা পায় না।

   

কলকাতা ২৪x৭ কে প্রতিক্রিয়ায় জয়প্রকাশ জানান, জেপি নাড্ডা ও স্মৃতি ইরানি যেমন অ-বিজেপি রাজ্যগুলিকে নিয়ে আলোচনা করেছেন, তেমলই তাঁরা বিজেপি সরকারে থাকা রাজ্যগুলির প্রসঙ্গ এড়িয়েছেন।

তিনি বলেন, যেভাবে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিশেষ ধর্মাবলম্বীদের উপর হামলা হচ্ছে তা দেশের বহুত্ববাদকে আঘাত করছে।

জয়প্রকাশ মজুমদার বলেন,পশ্চিমবঙ্গে মমতার কাছে শোচনীয়ভাবে পরাজয় হজম করতে পারেনি বিজেপি। তাই গায়ের জ্বালা মেটাতে পশ্চিমবঙ্গ নিয়ে বলছে তারা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন