ভারবাল ডায়রিয়া রুগীর বাণী-প্রাতঃকৃত্য বন্ধ, দিলীপকে কটাক্ষ বাবুলের

বিজেপির প্রাক্তনী বাবুলের (Babul Supriyo) কটাক্ষে জর্জরিত দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দলত্যাগ করার পর বাবুল সুপ্রিয় বারবার দিলীপ ঘোষকে আক্রমণের নিশানা করছেন। এবার তৃ়নমূল কংগ্রেস বিধায়ক বাবুলের লিখেছেন দিলীপ ঘোষ ভারবাল ডায়রিয়া রুগী। এদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দলটির সর্বভারতীয় সহ সভাপতির মুখে কুলুপ পরিয়েছে।

Advertisements

দিলীপ ঘোষকে সংবাদ মাধ্যমের সামনে মুখবন্ধ করার নির্দেশ জারির পর বাবুল সুপ্রিয় লিখলেন, “পরশু দিনেই লিখেছিলাম যে দিলীপ ঘোষ ভারবাল ডায়রিয়ার রুগী। তাঁর কোনো লজ্জা নাই, চিকিৎসাও নাই। বেশ চলছিল রোজ ভোরবেলা ‘বাণীর-প্রাতঃকৃত্য সারাদিন মানুষ তাতে দুদণ্ড হাসির খোরাক পেতো। চিঠি দিয়ে ‘রগড়ে’ দিয়ে সেটাও বন্ধ করে দিল। অবশ্য এমনিতেও আন্দামানে পাচার-order হয়েছিল”।

মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির লেটারহেডে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ও হেডকোয়ার্টার-ইন-চার্জ অরুণ সিং চিঠি দেন দিলীপ ঘোষকে। চিঠিতে তিনি জানিয়েছেন, বিভিন্ন সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ যে সব মন্তব্য করেছেন তা দল ও বিজেপি সর্বভারতীয় জে পি নাড্ডা খুব ‘সিরিয়াসলি’ নিয়েছেন। নাড্ডার নির্দেশেই তাঁকে সেন্সর করা হচ্ছে।

Advertisements

চিঠিতে দিলীপ ঘোষকে সমস্ত রকম সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এমনকি দলের সতীর্থদের এধরনের মন্তব্য করতে পারবেন না তিনি। এমন নির্দেশ এসেছে দিল্লি থেকে।

চিঠিতে বলা হয়েছে, একের এক রাজ্য নেতাদের বিরুদ্ধে এধরনের মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন তিনি। একজন সর্বভারতীয় নেতা হওয়ার পর এধরনের মন্তব্য যাতে না করেন সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে।