GTA Poll: জিটিএ ভোটে প্রার্থী দিয়ে ফের পাহাড়ে উঠল সিপিআইএম

দার্জিলিং জেলার শক্তিশালী দুর্গ শিলিগুড়ি হাতছাড়া হয়ে গেছে। আসন্ন মহকুমা পরিষদ ভোটে আরও একবার পরীক্ষা দেবেন বর্ষীয়ান সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। তবে হাল ছাড়তে নারাজ…

দার্জিলিং জেলার শক্তিশালী দুর্গ শিলিগুড়ি হাতছাড়া হয়ে গেছে। আসন্ন মহকুমা পরিষদ ভোটে আরও একবার পরীক্ষা দেবেন বর্ষীয়ান সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। তবে হাল ছাড়তে নারাজ বামেরা। আসন্ন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) ভোটেও প্রার্থী দিল বামপক্ষ। GTA Poll

তবে জিটিএ ভোট কে সমর্থন করছে না বামফ্রন্ট। তবুও নির্বাচনে অংশ নিয়েছে সিপিআইএম। পাহাড়ের ভোটে ১২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল দার্জিলিং জেলা সিপিআইএম। দার্জিলিং থেকে ৬ জন এবং কার্শিয়াং থেকে ৬ জনকে প্রার্থী করা হলো।

সিপিআইএমে দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক জানিয়েছেন, তাঁরা প্রার্থী ঘোষণা করলেও জিটিএ নির্বাচনকে সমর্থন করছেন না। তার মানে এই নয় তারা বিজেপি বা গুরুংয়ের সঙ্গে জোট করছে। আগামী দিনে আরও ৩ টি আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন সমন পাঠক।

রাজ্যে দীর্ঘ বাম জমানায় ডিজিএইসি ছিল। সেই বোর্ড ছিল জিএনএলএফ দখলে। তীব্র গোর্খাল্যান্ড আন্দোলনে দার্জিলিং পার্বত্যাঞ্চলে সিপিআইএম ও জিএনএলএফ সংঘর্ষে ছিল রক্তাক্ত পরিস্থিতি। আর জেলার শিলিগুড়ি সংলগ্ন এলাকায় ছিল সিপিআইএম দাপট। পরে বাম জমানার শেষে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে দার্জিলিং থেকে আরও শক্তিহীন হয় সিপিআইএম। দলেরই জনপ্রিয় পাহাড়ি নেতা ও প্রাক্তন সাংসদ সমন পাঠককে জেলা সম্পাদক করে ফের পাহাড়মুখো সিপিআইএম।

জিটিএ নির্বাচনের বিরোধিতা জানিয়ে সমন পাঠক বলেন, জিটিএ পাহাড়ি জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে পারেনি। তবে জিটিএ নির্বাচন গণতন্ত্রের অংশ। তাই আমরা এই নির্বাচনে লড়াই করতে যাচ্ছি।

সিপিআইএম পাহাড়মুখো হওয়ায় পার্বত্য রাজনীতিতে ফের শোরগোল। কিন্তু কোনওভাবেই পাহাড়ে বিজেপি অথবা শরিক দলের সঙ্গে জোট করতে নারাজ তারা।