Bangladesh: বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল হক সৌরভ

পরিস্থিতি অনুকুল নয়। প্রবল সমালোচনার মুখে পড়ে (Bangladesh) বাংলাদেশ টেস্ট দলের অধিনয়াক পদ ছেড়ে দিলেন মুমিনুল হক সৌরভ। দলের প্রত্যাশিত ফল না হওয়ায় নেতৃত্ব থেকে…

পরিস্থিতি অনুকুল নয়। প্রবল সমালোচনার মুখে পড়ে (Bangladesh) বাংলাদেশ টেস্ট দলের অধিনয়াক পদ ছেড়ে দিলেন মুমিনুল হক সৌরভ। দলের প্রত্যাশিত ফল না হওয়ায় নেতৃত্ব থেকে নিজের ইচ্ছেতে সরে দাঁড়ালেন মুমিনুল এমনই জানা যাচ্ছে।
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়েছেন মুমিনুল। সেটি গ্রহণ করেছে বোর্ড। বিসিবি যদিও এই বিষয়ে তেমন কিছু বলতে চায়নি। তবে চাপের মুখে মুমিনুল পদত্যাগ করেছেন তা স্পষ্ট।
 
পদত্যাগের পর মুমিনুল বলেছেন, অধিনায়ক হিসেবে দলে অবদান রাখতে পারছি না। এমন সময়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া ভালো। তিনি আরও বলেন, আমি যদি সৎ থেকে চিন্তা করি, তাহলে মনে হয় এই সময় অধিনায়কত্ব না করাটাই ভালো।
 
বিসিবি সূত্রে জানা যাচ্ছে ২০১৯ সালের সাকিব আল হাসানের অবর্তমানে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক করা হয়েছিল মুমিনুল হক সৌরভকে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ১৭টি টেস্টে অংশ নিয়েছে। বিসিবি তথ্য বলছে, মুমিনুলের নেতৃত্বে বাংলাদেশ তিনটি টেস্টে জয় পায়।  ড্র করেছে দুটিতে, আপ পরাজিত হয়েছে ১২টি ম্যাচে।
 
সদ্য ঘরের মাঠে শ্রীলংকার বিরুদ্ধে দু ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে হারে মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ দল। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে ৫৩ ও ৮০ রানে দুই ইনিংসে অলআউট হয়ে বাংলাদেশ সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে।
 
বিসিবি ক্রিকেট কর্তাদের কটাক্ষ,  অফ ফর্মে থাকা মুমিনুল তেমনভাবে দলকে নেতৃত্ব ও অনুপ্রাণিত করতে পারছেন না। তাঁর খারাপ পারফরম্যান্সের প্রভাব দলে পড়ছে। যে কারণে তাঁকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়।  পরামর্শ মেনেই স্বেচ্ছায় অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল।