TMC: নাড্ডার সভায় হেরিটেজ আইন ভাঙা হয়েছে, বিতর্ক উসকে দিল তৃণমূল

কলকাতায় দলীয় নেতৃত্বদের নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বৈঠক৷ন্যাশনাল লাইব্রেরিতে এই রাজনৈতিক সভা কেন এ প্রশ্নে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে সুর চড়াল শাসক দল…

কলকাতায় দলীয় নেতৃত্বদের নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বৈঠক৷ন্যাশনাল লাইব্রেরিতে এই রাজনৈতিক সভা কেন এ প্রশ্নে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে সুর চড়াল শাসক দল তৃণমূল কংগ্রেস। টিএমসি নেতা (বিজেপি ত্যাগী) জয়প্রকাশ মজুমদার বলেন, হেরিটেজ আইনের তোয়াক্কা না করেই সভা করছে বিজেপি।

ন্যাশনাল লাইব্রেরির ডিরেক্টরের প্রতি জয়প্রকাশের অভিযোগ, আপনি সবটা জেনে কীভাবে রাজনৈতিক সভার জন্য অনুমতি দিলেন, যেখানে ন্যাশনাল লাইব্রেরির কর্মসূচিতে পরিষ্কার করে বলা রয়েছে, কোনও রাজনৈতিক সভার জন্য অনুমতি মিলবে না৷ আর আজকের বৈঠকে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে স্পষ্ট লেখা এটা বিজেপির সভা। তাহলে কীভাবে অনুমতি দেওয়া হল প্রশ্ন তুলেছে তৃণমূল।

জয়প্রকাশ মজুমদার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসার পর থেকে পুরনো দলকে অনবরত কটাক্ষ করেন। এদিন তিনি আরও বলেন, বিজেপি কোনও হেরিটেজ আইনের তোয়াক্কা করছে না। ওদের দলীয় কর্মসূচি ন্যাশনাল লাইব্রেরিতে করছে। কোনও আইন না মেনে এমন কাজ সম্পূর্ণ গা জোয়ারি মনেভাব৷

জয়প্রকাশের অভিযোগ, বিতর্ক এড়াতে ন্যাশনাল লাইব্রেরির মতো হেরিটেজ ভবনে জেপি নাড্ডার সভা বুকিং বিজেপির নামে হয়নি। কোনও একটা স্যোশাল অর্গানাইজেশনের নাম দিয়ে বুকিং করা হয়। এতে নিয়মকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এর থেকে বড় কোনও বেআইনি নিয়ম ভাঙার ঘটনা আমাদের মনে পড়ছে না।

জয়প্রকাশ মজুমদার বলেন, নাড্ডার বৈঠক ঘিরে বিজেপির ২ থেকে ৩ গোষ্ঠি ন্যাশনাল লাইব্রেরিতে বিক্ষোভ দেখাবে। বিজেপির কি কোনও অধিকার রয়েছে ন্যাশনাল লাইব্রেরিকে রাজনৈতিক ঝামেলার জায়গা করে তোলা, আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি৷