Assam: বাঙালি অধ্যুষিত কাছাড়ে ভয়াবহ ‘গান ফাইট’, খতম একাধিক জঙ্গি

গভীর রাতে অসমের কাছাড় জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে এনকাউন্টারে তিন জঙ্গি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে অসম-মিজোরাম আন্ত:রাজ্য সীমানার ভুবন পাহাড়ে গুলি বিনিময়ের সময় একাধিক জঙ্গি…

গভীর রাতে অসমের কাছাড় জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে এনকাউন্টারে তিন জঙ্গি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে অসম-মিজোরাম আন্ত:রাজ্য সীমানার ভুবন পাহাড়ে গুলি বিনিময়ের সময় একাধিক জঙ্গি গুলিবিদ্ধ। অসম পুলিশের দাবি কমপক্ষে তিন জঙ্গি নিহত। ঘটনায় অসমের অন্যতম বাঙালি প্রধান এলাকা কাছাড় জেলার সদর শিলচর সরগরম।

অসমের বাংঙালি অধ্যুষিত বরাক নদীর উপত্যকায় তিনটি জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড়। পুলিশের দাবি, কাছাড়ের ধলাই গঙ্গা নগরে অস্ত্রসহ তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার নোমল মাহাত্তার নেতৃত্বে একটি দল গ্রেফতার করা জঙ্গিদের সাথে ভুবন পাহাড়ে জঙ্গি ঘাঁটির খোঁজে তল্লাশি শুরু করে।

   

পুলিশের দাবি, এই অভিযান চলাকালীন পাহাড়ে লুকিয়ে থাকা অন্যান্য জঙ্গিরা গুলি চালায়, পুলিশ পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা ধরে গুলি বিনিময়ে তিন জঙ্গি নিহত হয়। নিহতদের তমধ্যে দুজন কাছাড়ের এবং একজন মণিপুরের বাসিন্দা। এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। কাছাড় জেলা পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধৃত জঙ্গিদের নিয়ে অভিযানে তিন জনের মৃত্যুর পর বাড়ছে বিতর্ক। কেন জঙ্গিদের নিয়েই অভিযান উঠছে প্রশ্ল। পাশাপাশি এও অভিযোগ, অভিযানের নামে ফেক এনকাউন্টার (ভুয়ো সংঘর্ষ) করেছে পুলিশ। বিজেপি শাসিত অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার আমলে একাধিক ভুয়ো সংঘর্ষের অভিযোগ উঠেছে।