সরকারি কর্মীদের পাশাপাশি এবার কপাল খুলে যেতে চলেছে বেসরকারি কর্মীদেরও। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসল সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্ণাটক মন্ত্রিসভা একটি বিল অনুমোদন করেছে। এই বিলে বলা হয়েছে বেসরকারি সংস্থায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কন্নড়দের ১০০ শতাংশ সংরক্ষণ বাধ্যতামূলক করা হল। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, ‘গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের সমস্ত বেসরকারি শিল্পকে ‘সি’ এবং ডি গ্রেডের পদে ১০০ শতাংশ কন্নড় নিয়োগ বাধ্যতামূলক করার জন্য একটি বিল অনুমোদিত হয়েছে। আমরা কন্নড়পন্থী সরকার। আমাদের অগ্রাধিকার হ’ল কন্নড়দের কল্যাণ।’
আইন দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার বিধানসভায় পেশ করা হবে ‘কর্ণাটক স্টেট এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যান্ডিডেটস ইন ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিজ অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস বিল, ২০২৪’।
‘স্থানীয় প্রার্থী’ নিয়োগের বিষয়ে বিলে বলা হয়েছে, ‘কোনো শিল্প, কারখানা বা অন্য প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা শ্রেণিতে ৫০ শতাংশ স্থানীয় প্রার্থী এবং ৭০ শতাংশ স্থানীয় প্রার্থীকে নন-ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে নিয়োগ করতে হবে। ‘বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি প্রার্থীদের কন্নড় ভাষার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট না থাকে তবে তাদের ‘নোডাল এজেন্সি’ দ্বারা কন্নড় ভাষায় পরীক্ষা দিতে হবে।
এতে আরও বলা হয়েছে, এই আইনের বিধান লঙ্ঘন করে কোনও নিয়োগকর্তা, দখলদার বা প্রতিষ্ঠানের ম্যানেজার ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে বাধ্য থাকবেন। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, জরিমানা আরোপের পরেও যদি লঙ্ঘন অব্যাহত থাকে তবে লঙ্ঘন অব্যাহত থাকার জন্য প্রতিদিন ১০০ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। ‘
Karnataka CM Siddaramaiah tweets, “The Cabinet meeting held yesterday approved a bill to make it mandatory to hire 100 per cent Kannadigas for “C and D” grade posts in all private industries in the state. It is our government’s wish that the Kannadigas should avoid being deprived…
— ANI (@ANI) July 17, 2024