ওমানে ফের বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। প্রশ্নের মুখে বহু ভারতীয়র জীবন। জানা গিয়েছে, ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার (Oil Tanker Capsizes) উল্টে গেছে। আর এই ঘটনায় ১৩ ভারতীয়সহ ১৬ জন ক্রু সদস্য নিখোঁজ।
ঘটনা প্রসঙ্গে বড় তথ্য দিয়েছে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার। এই সেন্টারের তরফে জানানো হয়েছে, জাহাজটি কমোরোসের পতাকাবাহী একটি তেল ট্যাংকার ছিল। বন্দর নগরী দুকমের কাছে রাস মাদাকা থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে এটি উল্টে যায়। নিখোঁজ ক্রুদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে মেরিটাইম সেন্টার।
কমোরোসের পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারটির নাম প্রেস্টিজ ফ্যালকন বলে খবর। এই জাহাজটিতে ১৩ জন ভারতীয় ও তিনজন শ্রীলঙ্কার নাগরিকসহ ১৬ জন ক্রু সদস্য ছিলেন। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার সংবাদমাধ্যমকে জানিয়েছে, জাহাজটি ডুবে গেছে। তবে জাহাজটি সমুদ্রে তেল বা তেলজাত পদার্থ লিক করছিল নাকি জাহাজটি ডুবে যাওয়ার পরে আটকে ছিল তা নিশ্চিত করেনি কেন্দ্র।
‘প্রেস্টিজ ফ্যালকন’ ২০০৭ সালে নির্মিত ১১৭ মিটার দীর্ঘ তেলজাত পণ্যের ট্যাঙ্কার, যা সাধারণত স্বল্প ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। ওমানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত দুকম বন্দর দেশের তেল ও গ্যাস শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি তেল ও গ্যাস খনির প্রকল্পগুলির জন্য একটি প্রধান কেন্দ্র এবং তার বিশাল শিল্প অঞ্চলের মধ্যে একটি উল্লেখযোগ্য তেল শোধনাগার রয়েছে, যা ওমানের বৃহত্তম অর্থনৈতিক প্রকল্প হিসাবে বিবেচিত।
Oman reports that the entire crew of the Comoros flagged Prestige Falcon oil tanker is missing after the vessel capsized off the coast.
The ship had 16 crew members on board, including 13 Indians and three Sri Lankans. pic.twitter.com/ylrKYqsg9Q
— Press Trust of India (@PTI_News) July 16, 2024