বিরোধীদের হট্টগোলের মধ্যেই আজ রাজ্যসভায় পাশ হতে পারে নির্বাচনী আইন সংশোধনী বিল

Rajya Sabha Nods to VVG Ranji Bill, Opposition Protests Over Name and Fund Issues
Rajya Sabha Nods to VVG Ranji Bill, Opposition Protests Over Name and Fund Issues

News Desk: সোমবার লোকসভায় পাশ হয়েছে নির্বাচনী আইন সংশোধনী বিল, ২০২১। এই বিলের আওতায় সাধারণ মানুষের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক এবং আইনত হবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজেজু সংসদে জানান, এই আইনের মাধ্যমে দেশের নির্বাচন প্রক্রিয়া সরল করতে এবং ভুয়ো ভোটার শনাক্ত করা সহজ হবে। তবে আইনমন্ত্রীর যুক্তি উপেক্ষা করে শুরু থেকেই সংসদের ভিতরে এই বিলের বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। বিরোধীদের দাবি এই আইনের ফলে সাধারণ মানুষের ব্যক্তি স্বাধীনতা ভঙ্গ হবে। অন্যদিকে, জানা গিয়েছে, লোকসভার পর মঙ্গলবার রাজ্যসভায় পাশ হতে পারে এই নির্বাচনী আইন সংশোধনী বিল, ২০২১।

উল্লেখ্য, চলতি বছরের বাদল অধিবেশনেও সংসদে বিনা আলোচনায় সংখ্যা গরিষ্ঠতার জেরে একাধিক বিল পাশ করেছে কেন্দ্রীয় সরকার। শীতকালীন অধিবেশনেও ইতিমধ্যেই বেশ কয়েকটি বিল পাশ করিয়েছে মোদী সরকার।‌

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন