Korea: সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল দেশ

আমেরিকাকে ‘চাপ’এ ফেলে একের পর এক মিসাইল উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া (North Korea)। এবারও তার ব্যতিক্রম হল না। সোমবার উত্তর কোরিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে তারা একটি হোয়াসং-১২ মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইআরবিএম) পরীক্ষা করেছে, যা মার্কিন (America) ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

Advertisements

উল্লেখ্য, চলতি মাসে পিয়ংইয়ংয়ের এটি সপ্তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ২০১৭ সালের পর এই প্রথম কোনো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো। জানা গিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হোয়াসং-১২ অস্ত্র ব্যবস্থার সার্বিক নির্ভুলতা যাচাই করার উদ্দেশ্যেই এই ফায়ারিং পরীক্ষা করা হয়।

   

এর আগে উত্তর কোরিয়া বলেছিল, ‘হোয়াসং-১২’ ‘বড় আকারের ভারী পারমাণবিক ওয়ারহেড’ বহন করতে পারে। পরীক্ষাটি “উত্পাদিত হুয়াসং -12 ধরণের অস্ত্র সিস্টেমের নির্ভুলতা, সুরক্ষা এবং অপারেশনাল কার্যকারিতা নিশ্চিত করেছে। প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি মাথায় রেখে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়েছে বলে খবর। আর এই ক্ষেপণাস্ত্রটির সামনের দিকে একটি ক্যামেরা যুক্ত করা আছে। এর মাধ্যমে মহাকাশের কী গতিবিধি তার ছবিও তুলে পাঠাতে সক্ষম হবে।

Advertisements

ইতিমধ্যে মহাকাশ থেকে তোলা কিছু ছবিও প্রকাশ করেছে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ছবিতে উত্তর কোরিয়া ও তার আশপাশের এলাকার ছবি প্রকাশ কড়া হয়েছে। বিশ্লেষকদের মতে, সর্বপ্রথম ২০১৭ সালে উত্তর কোরিয়া এ ধরনের ছবি তুলেছিল। এই জানুয়ারি মাসেই মোট সাতটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ২০১৭ সাল থেকে আন্ত-উপমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা স্থগিত রেখেছিল উত্তর কোরিয়া।