Gujarat : গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার মুসলিম ধর্মগুরু

একটি খুনের ঘটনায় দিল্লি থেকে গ্রেফতার মুসলিম ধর্মগুরু। গ্রেফতার করেছে গুজরাটের (Gujarat) সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS)। ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে ছড়িয়েছিল উত্তেজনা। তারপরেই খুন। গত…

Gujarat

একটি খুনের ঘটনায় দিল্লি থেকে গ্রেফতার মুসলিম ধর্মগুরু। গ্রেফতার করেছে গুজরাটের (Gujarat) সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS)। ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে ছড়িয়েছিল উত্তেজনা। তারপরেই খুন।

গত ৬ জানুয়ারি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন কিশান বোলিয়া নামের এক ব্যক্তি। যা গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ করেছিলেন একাংশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল বলে দাবি অভিযুক্তের। মুসলিম সম্প্রদায়ের সদস্যদের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল।

এরপর গত ২৫ জানুয়ারি কিশান বোলিয়াকে গুলি করে হত্যা করা হয়। বাইকে করে এসে তাঁকে খুন করা হয়েছিল বলে অভিযোগ।

এটিএস কর্মকর্তারা জানিয়েছেন, মৌলবি কামারগানি উসমানিকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আহমেদাবাদ থেকে ধরা পড়া মোহাম্মদ আইয়ুব জাভরাওয়ালার পর তিনিই দ্বিতীয় ব্যক্তি যাকে এই মামলায় আটক করা হয়েছে।

এটিএসের পুলিশ সুপার ইমতিয়াজ শেখ সাংবাদিকদের বলেছেনন, ‘বোলিয়াকে গুলি করে হত্যাকারী শাব্বির চোপদা সামাজিক ইনস্টাগ্রামে উসমানির সঙ্গে যোগাযোগ করেছিলেন। গ্রেফতার হওয়া আলেম একটি সামাজিক সংগঠন চালাতেন এবং সম্প্রদায়ের যুবকদের প্ররোচিত করেছিলেন।’