Sydney floods Alert: ‘ডুবে মরার আগে সিডনি ছেড়ে পালাও’, জল দেখে জনতা পালাচ্ছে

জল দেখে অস্ট্রেলীয় জনতা পালাচ্ছে। কারণ, বন্যায় ডুবে যাচ্ছে (Sydney floods Alert)বিশ্বের অন্যতম নগরী সিডনি। ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়ার এই জনবহুল শহরটি প্রায় জলের তলায় যেতে চলেছে।

বিবিসির খবর,  জরুরি সতর্কতা জারি হয় রবিবার। এতে বলা হয়, দ্রুত সিডনিবাসীরা দূরবর্তী এলাকায় সরে যান।

   

সিডনি জুড়ে এখন একটাই কথা, ডুবে মরার আগে পালাও। বন্যায় সিডনি নগরীর সড়ক যোগাযোগ বন্ধ। সিডনির প্রশাসন, বন্যা থেকে জনতাকে বাঁচাতে নিরাপদ ১৮টি এলাকায় স্থানান্তরের নির্দেশ জারি করেছে।

এপি সংবাদ সংস্থার খবর, প্রাণঘাতী বন্যায় ডুবছে সিডনি। হাজার হাজার নাগরিক বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ পেয়ে আরও আতঙ্কিত।

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম ABC চ্যানেল জানাচ্ছে,
নিউ সাউথ ওয়েলস রাজ্যের জরুরি পরিষেবা মন্ত্রী স্টেফানি কুকের দাবি, এটি জীবনের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জরুরি নির্দেশ মানুন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জরুরি পরিষেবার কর্মীরা বন্যাকবলি এলাকা থেকে ক্রমাগত উদ্ধার অভিযান চালাচ্ছে।

বিবিসির খবর, গত মার্চে প্রবল ঝড় বৃষ্টিতে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বন্যা দেখা দিয়েছিন। এ সময়ে ২০ জনের মৃত্যু হয়। তবে এবার সিডনির বন্যা আরও ভয়াবহ।

প্রকৃতি বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের তীব্র শিকার অস্ট্রেলিয়া।  বন্যা, দাবানল এদেশে নিয়মিত ঘটনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন