Bihar: পাটনার নেপালি বস্তিতে বুলডোজার উচ্ছেদ, আক্রান্ত পুলিশ চালাল গুলি

এবার পাটনায় চলল বুলডোজার। জানা গিয়েছে, রবিবার সকালে পাটনার রাজীব নগর থানার অন্তর্গত নেপালি নগর (দিঘা) এলাকায় ৭০টি বাড়ি ভাঙার কাজে নেমেছে প্রশাসন। প্রশাসনের এই…

patna 2 Bihar: পাটনার নেপালি বস্তিতে বুলডোজার উচ্ছেদ, আক্রান্ত পুলিশ চালাল গুলি

এবার পাটনায় চলল বুলডোজার। জানা গিয়েছে, রবিবার সকালে পাটনার রাজীব নগর থানার অন্তর্গত নেপালি নগর (দিঘা) এলাকায় ৭০টি বাড়ি ভাঙার কাজে নেমেছে প্রশাসন। প্রশাসনের এই তৎপরতায় ঘটনাস্থলেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে এসেছে। প্রশাসনের দলটিকে লক্ষ্য করে কিছু লোক পাথর ছোঁড়ে বলেও খবর পাওয়া গেছে।

এই ঘটনায় আক্রান্ত হয়েছে পুলিশ। জানা গিয়েছে, সিটি এসপি আহত হয়েছেন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। লোকজনকে তাড়াতে পুলিশ লাঠিচার্জ ও আকাশপথে গুলি চালায়। দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রশাসনিক ভাবে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

   

patna 3 Bihar: পাটনার নেপালি বস্তিতে বুলডোজার উচ্ছেদ, আক্রান্ত পুলিশ চালাল গুলি

এদিকে, শহরের এসপি অমরীশ রাহুলের মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। ডিএম এবং এসপি রাজীব নগরে পৌঁছেছেন। দুই অফিসারই রাজীব নগর থানায় ক্যাম্প করছেন।