December Suspence: সরকার ভেঙে যাবে দাবি থেকে সম্পূর্ণ সরলেন শুভেন্দু

Suvendu Adhikari

ডিসেম্বরেই সরকার পড়ে যাবে। মহারাষ্ট্র, ঝাড়খন্ডের পরেই পশ্চিমবঙ্গ-বারবার এমন দাবি করে আসা এ রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অবশেষে তাঁর অবস্থান থেকে পিছু হটলেন।  পূর্ব মেদিনীপুরে কাঁথির জনসভা থেকে একদম উল্টো সুরে তিনি জানালেন, আমি ডিসেম্বরের তিনটি দিনের কথা বলেছিলাম, আমি কখনই বলিনি সরকার আমরা বদলে দেব।

শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ধামাকা একদমই ফ্লপ বলেই চিহ্নিত হয়ে গেল রাজনৈতিক মহলে। ডিসেম্বর মাসের তিনটি তারিখ দিয়ে বিরোধী দলনেতা বলেছিলেন ধামাকা হবে। সর্বশেষ তারিখ অর্থাত ২১ ডিসেম্বর কী হয় তা নিয়ে চর্চা চলছিল। এদিন তিনি কাঁথির জনসভা থেকে বলেন, আপনারা কী চান, এমএলএ বদলে সরকার ভেঙে যাক নাকি ভোটে জিতে বিজেপি আসুক? আমরা ভোটে জিতেই বিজেপিকে আনব। ডবল ইঞ্জিন সরকার হবে।

   

শুভেন্দুর সুরে সুর মিলিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস সরকার পড়ে যাবে। তুমুল চর্চিত এই মন্তব্যের পর শাসক দলের ভিতর আলোড়ন ছড়ায়। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট মিটিং থেকে মন্ত্রী ও বিধায়কদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেন। প্রশাসনকেও সতর্ক থাকতে বলেন।

তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেওয়া তিনটি তারিখে কোনওরকম রাজনৈতিক ডামাডোল হলো না। ডিসেম্বর ধামাকা নিয়ে দলের ভিতরেই প্রবল চাপে পড়েছেন শুভেন্দু অধিকারী। আগেই বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন। এ নিয়ে শুভেন্দু-দিলীপ দূরত্ব মেটাতে কলকাতায় এসে অমিত শাহকে হস্তক্ষেপ করতে হয়েছে।

ঢোঁক গিলে কাঁথির জনসভায় বললেন, বিজেপিকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা। আবাস যোজনা নিয়ে তৃণমূলের একাধিক পঞ্চায়েত স্তরের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বিস্তর। বাদ যাচ্ছেন যোগ্যরা। সেই ইস্যুটি সামনে এনে ২০২৩ এর পঞ্চায়েত ভোটে বিজেপির তরফে নির্বাচনী প্রতিশ্রুতি দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন